বলিউডে প্রেমের মৌসুম

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০৯: ২৩

বিজয় দেবরাকোন্ডা-রাশমিকা মান্দানা
অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। শোনা যায়, বিজয়ের জন্য নিজের সাবেক প্রেমিক রক্ষিত শেঠির সঙ্গে বাগ্‌দান ভেঙেছিলেন রাশমিকা। তবে তাঁরা কখনো প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। মাঝে নাকি তাঁদের সম্পর্কে ভাটা পড়েছিল। এ বছর আবার জোরদার হয়েছে বিজয় ও রাশমিকার প্রেমের জল্পনা।  সম্প্রতি বিজয় ও রাশমিকা আলাদাভাবে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। বিজয় যে লোকেশনের ছবি দিয়েছেন, রাশমিকার পোস্ট করা ছবির লোকেশনও একই। তাতে মনে করা হচ্ছে, নববর্ষ উদ্‌যাপনে তাঁরা একসঙ্গেই গিয়েছিলেন মালদ্বীপে। ভক্তরা অপেক্ষায়, কবে তাঁরা প্রেমের বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করবেন!

তৃপ্তি দিমরি ও কর্নেশ শর্মাতৃপ্তি দিমরি-কর্নেশ শর্মা
গোপন কথাটি আর রইল না গোপনে। প্রকাশ্যেই প্রেমের খবর জানিয়ে দিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘বুলবুল’ ও ‘কলা’য় অভিনয় করে নজর কেড়েছেন তিনি। বলিউডে যখন তাঁর অবস্থান দিনে দিনে শক্ত হচ্ছে, সে সময়ই প্রযোজক কর্নেশ শর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন তৃপ্তি। সম্প্রতি ইনস্টাগ্রামে কর্নেশকে জড়িয়ে ধরার একটি ছবি পোস্ট করে তৃপ্তি লিখেছেন ‘মাই লাভ’। অভিনেত্রী আনুশকা শর্মার ভাই কর্নেশ। তাই এই প্রেমের সূত্রে বলিউডে একটি পরিবারের সঙ্গে যুক্ত হলেন তৃপ্তি, এমনটাও বলা যায়।

কার্তিক আরিয়ান ও সারা আলি খানকার্তিকের প্রতি ভালো লাগার কথা প্রথম করণ জোহরের শোয়ে এসে জানিয়েছিলেন সারা নিজেই। এরপর ‘লাভ আজকাল’ সিনেমার শুটিংয়ে কার্তিক ও সারার মধ্যে প্রেম গড়ে ওঠে। পরে তাঁদের বিচ্ছেদের খবরও হয়ে উঠেছিল বিনোদন অঙ্গনের হটকেক। কিন্তু নতুন বছরের শুরুতেই আবার তাঁরা পাশাপাশি। দুজনেই গেছেন লন্ডনে। একই জায়গা থেকে প্রায় কাছাকাছি সময়ে দুজন ভিন্ন ছবিও শেয়ার করেছেন। বলিউডের অন্দরে তাই জোর গুঞ্জন, দূরত্ব মিটিয়ে ফের কাছাকাছি কার্তিক ও সারা।

বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়াতেলুগু ও তামিল সিনেমার পাশাপাশি বলিউডেও জনপ্রিয় গ্ল্যামার গার্ল তামান্না ভাটিয়া। তুলনায় বেশ নতুন অভিনেতা বিজয় ভার্মা। আলিয়া ভাটের সঙ্গে ‘ডার্লিং’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন বিজয়। তামান্নার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিনের। সম্প্রতি গোয়ায় একসঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁরা। হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তামান্না-বিজয় জুটি। তাঁদের চুমুর ভিডিও রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গোয়া থেকে ফেরার সময় বিমানবন্দরেও হাসিমুখে পোজ দিয়েছেন এ আলোচিত কাপল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত