ইছামতী বিলের হাজারো পদ্ম টানছে পর্যটক

জহুরুল হক, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৮: ৪১
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৫

নড়াইল শহর থেকে ২০ কিলোমিটার দূরে লোহগড়া উপজেলার মিঠাপুর-লাহুড়িয়া সড়কের পাশেই বিল ইছামতী। বিলের পানিতে ফুটে আছে বাহারি রঙের হাজারো পদ্ম। সেখানে বসেই দেখা যাচ্ছে সূর্যাস্তের অপরূপ দৃশ্য। এমন দৃশ্যের দেখা মিলেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ইছামতী বিলে। পদ্মবিলের এ সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে দূর দুরন্ত থেকেও সেখানে আসছে শত মানুষ।

লোহাগড়ার আড়পাড়া গ্রাম থেকে আসা মো. হাবিবুর রহমান তবি বলেন, ‘এই বিলের পদ্ম ফুলের ছবি ফেসবুকে দেখে এখানে এসেছি। এখন দেখছি ফেসবুকে যা দেখেছি তার চেয়েও এটা অনেক সুন্দর।’

নড়াইল শহরের লায়লা সুমন জানান, ‘করোনার এই সময় পদ্মবিল আমাদের জন্য অন্যরকম শোভা বিছিয়ে রেখেছে। বিলের মধ্যে নৌকায় ঘুরে পদ্মফুলের সৌন্দর্য দেখা, এ এক অন্যরকম অনুভূতি।’

মাঝি বিপ্লব বাওলায়ী বলেন, ‘এই পদ্মফুল দেখতে প্রতিদিন শত মানুষ আসছে। দিনে ৪-৫ বার করে একেকটি নৌকা দর্শনার্থীদের নিয়ে বিলে যায়। ভালো টাকাই আয় হচ্ছে। রাতে বিলে মাছ ধরি আর দিনভর দর্শকদের নিয়ে বিলে যাই।’

স্থানীয়রা জানায়, বিলের কয়েকটি মাছের ঘেরে পদ্মফুল ফুটতো। ঘের পরিষ্কার করে ফুলগুলো বিলের পানিতে ফেলে দেওয়া হয়। ঘেরের বাঁধন থেকে মুক্ত হয়েই বিস্তৃত ইছামতী বিলে ছড়িয়ে পড়েছে এসব পদ্মফুল।

নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, ‘ইছামতী বিলের পদ্মই এখন জেলার প্রধানতম বিনোদন স্থান। আমাদের জন্য এই পদ্মফুল আশীর্বাদ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন জেলার মানুষে ঘুরতে আসছে। এই পদ্মবিল যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত