Ajker Patrika

ইছামতী বিলের হাজারো পদ্ম টানছে পর্যটক

জহুরুল হক, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৫
ইছামতী বিলের হাজারো পদ্ম টানছে পর্যটক

নড়াইল শহর থেকে ২০ কিলোমিটার দূরে লোহগড়া উপজেলার মিঠাপুর-লাহুড়িয়া সড়কের পাশেই বিল ইছামতী। বিলের পানিতে ফুটে আছে বাহারি রঙের হাজারো পদ্ম। সেখানে বসেই দেখা যাচ্ছে সূর্যাস্তের অপরূপ দৃশ্য। এমন দৃশ্যের দেখা মিলেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ইছামতী বিলে। পদ্মবিলের এ সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে দূর দুরন্ত থেকেও সেখানে আসছে শত মানুষ।

লোহাগড়ার আড়পাড়া গ্রাম থেকে আসা মো. হাবিবুর রহমান তবি বলেন, ‘এই বিলের পদ্ম ফুলের ছবি ফেসবুকে দেখে এখানে এসেছি। এখন দেখছি ফেসবুকে যা দেখেছি তার চেয়েও এটা অনেক সুন্দর।’

নড়াইল শহরের লায়লা সুমন জানান, ‘করোনার এই সময় পদ্মবিল আমাদের জন্য অন্যরকম শোভা বিছিয়ে রেখেছে। বিলের মধ্যে নৌকায় ঘুরে পদ্মফুলের সৌন্দর্য দেখা, এ এক অন্যরকম অনুভূতি।’

মাঝি বিপ্লব বাওলায়ী বলেন, ‘এই পদ্মফুল দেখতে প্রতিদিন শত মানুষ আসছে। দিনে ৪-৫ বার করে একেকটি নৌকা দর্শনার্থীদের নিয়ে বিলে যায়। ভালো টাকাই আয় হচ্ছে। রাতে বিলে মাছ ধরি আর দিনভর দর্শকদের নিয়ে বিলে যাই।’

স্থানীয়রা জানায়, বিলের কয়েকটি মাছের ঘেরে পদ্মফুল ফুটতো। ঘের পরিষ্কার করে ফুলগুলো বিলের পানিতে ফেলে দেওয়া হয়। ঘেরের বাঁধন থেকে মুক্ত হয়েই বিস্তৃত ইছামতী বিলে ছড়িয়ে পড়েছে এসব পদ্মফুল।

নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, ‘ইছামতী বিলের পদ্মই এখন জেলার প্রধানতম বিনোদন স্থান। আমাদের জন্য এই পদ্মফুল আশীর্বাদ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন জেলার মানুষে ঘুরতে আসছে। এই পদ্মবিল যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত