Ajker Patrika

পড়াশোনা চালাতে শ্রমিকের কাজ, রাবিতে তৃতীয় রায়হান

তানোর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১২: ২৬
পড়াশোনা চালাতে শ্রমিকের কাজ, রাবিতে তৃতীয় রায়হান

অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তবুও দমে যাননি রাজশাহীর তানোর উপজেলার এস এম রায়হান। তিনি দরিদ্রকে হার মানিয়ে সাফল্যের মুখ দেখেছেন। তিনি এবার সদ্য সমাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন।

রায়হান পৌরশহরের ভাতরন্ড এলাকার হাসিনা বিবি ও আইনাল হক দম্পতির ছেলে। তাঁর মা গৃহিণী এবং বাবা একজন ভূমিহীন বর্গাচাষি। তিনি ২০১৯ সালে স্থানীয় আকচা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২১ সালে সরকারি আব্দুল করিম সরকার কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

খোঁজ নিয়ে জানা গেছে, টানাটানির সংসারে তিন বেলা খাবারই জোটে না রায়হানের পরিবারের। তাঁর বাবা অসুস্থ হওয়ার পরে সংসার দেখাশোনার দায়িত্ব আসে রায়হানের কাঁধে। তিনি মাঝেমধ্যে অন্যের জমিতে শ্রমিকের কাজ করতেন। এর পাশাপাশি তিনি পড়ালেখাও চালিয়ে গেছেন। এত কিছুর পরও পরিবারকে হতাশ করেননি তিনি। এবার রাবির ‘এ’ ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জন করেছেন তিনি। পাশাপাশি রাবির ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে তৃতীয় স্থান অর্জন করেছেন।

ছেলের এমন ভালো ফলাফল হওয়ার প্রতিক্রিয়ায় বাবা আইনাল হক বলেন, তিনি গরিব মানুষ। তবে তাঁর ছেলে ছোট থেকেই খুব মেধাবী। তাঁকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি।

এস এম রায়হান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এলে নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁর মা-বাবা তাঁকে রাজশাহীতে পাঠান। সেখানে কয়েক মাসের চেষ্টায় তিনি আল্লাহর অশেষ রহমতে সফল হতে পেরেছেন।

রায়হান আরও বলেন, পড়ার ইচ্ছা থাকলেও অভাব কোনো বাধা নয়। শিক্ষকদের কাছ থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছেন। অনেক সময় প্রাইভেট পড়তে গেলে শিক্ষকেরা তাঁকে বিনা বেতনে পড়াতেন। এ জন্য তিনি তাঁর শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ ছাড়া পড়ালেখা শেষ করে তিনি শিক্ষা ক্যাডারে আত্মনিয়োগ করতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত