মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
ঘর-গৃহস্থালিতে ব্যবহারে ঝাড়ু তৈরির মূল উপাদান ‘উলুফুল’ বা ‘ঝাড়ুফুল’। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত এই ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। এই ফুল বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে পাহাড়ে অনেক মানুষের জীবিকা নির্বাহ করা সম্ভব বলে মনে করেন তাঁরা।
ঝাড়ুফুল সংগ্রহ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত মৌসুমে এই ফুল উৎপাদিত হয়। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করা হয়। চাষাবাদ করতে শুধু ঝোপঝাড় পরিষ্কার ও ফাঁকা স্থানগুলোতে চারা লাগিয়ে দিলেই হয়। বাড়তি যত্ন, সার ও কীটনাশকের প্রয়োজন হয় না।
সরেজমিন মাটিরাঙ্গার ওয়াচু, চৌমুহনী, গোমতী ও গুইমারা উপজেলার সিন্দুকছড়ি, হাফছড়ি, বড়পিলাক, তৈর্কমাসহ বিভিন্ন স্থানে ‘উলুফুল’ শুকাতে দেখা গেছে। এ ছাড়া সাপ্তাহিক হাটে আঁটি বেঁধে এই ফুল বিক্রি করছেন। স্থানীয় ব্যবসায়ীরা এই ফুল কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য মজুত রাখছেন।
পাহাড় থেকে ফুল সংগ্রহ করে বাজারে খুচরা বিক্রি করেন সিন্দুকছড়ি পাহাড়ের বাসিন্দা সতেন্দ্র ত্রিপুরা। তিনি জানান, ১৫ থেকে ২০টি ফুল দিয়ে বাঁধা একটি আঁটি ঝাড়ু হিসেবে বিক্রি করা হয়। তবে এগুলো কাটা এখন আর আগের মতো সহজ নয়। আগে রাস্তার ধারে পাওয়া যেত, এখন অনেক ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফুল কাটতে হয়। একই ধরনের মন্তব্য করেন ফুল সংগ্রহকারী মনিরাম ত্রিপুরা।
উলুফুল ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, পাহাড়ের প্রান্তিক মানুষদের কাছ থেকে খুচরা দরে ফুলের আঁটি কিনে ট্রাকে চট্টগ্রাম ও ঢাকায় নিয়ে বিক্রি করেন। এ ছাড়া তাঁর অধীনে ঝাড়ুফুল রোদে শুকানো ও আঁটি বানানোর কাজে নিয়োজিত শ্রমিকদের দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা বেতন দিতে হয়।
আরেক ব্যবসায়ী আবু সাইদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে একটি কাঁচা ঝাড়ুর আঁটি ২২ থেকে ২৫ টাকায় কিনি। পরে রোদে শুকানো ফুল শ্রমিক দিয়ে নতুনভাবে ঝাড়ুর মোচা বানিয়ে পাইকারি ৪০ থেকে ৫০ টাকায় দরে বিক্রি করি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের মানুষের আর্থিক সংকট নিরসনে উলুফুল শিল্পসহায়ক ভূমিকা রাখতে পারবে।’
মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রতি গাড়ি উলুফুল থেকে সরকার রাজস্ব পায় প্রায় ৩৫ হাজার টাকা। এই ফুল স্থানীয়ভাবে চাষ করতে পারলে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
গুইমারা উপজেলার জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রান্তিক জনগোষ্ঠী প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ‘উলুফুল’ সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
প্রতি আঁটি থেকে রাজস্ব আদায় হয় আড়াই টাকা। বাণিজ্যিকভাবে আবাদ করা হলে সরকারের রাজস্ব আয় বাড়বে।
ঘর-গৃহস্থালিতে ব্যবহারে ঝাড়ু তৈরির মূল উপাদান ‘উলুফুল’ বা ‘ঝাড়ুফুল’। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত এই ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। এই ফুল বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে পাহাড়ে অনেক মানুষের জীবিকা নির্বাহ করা সম্ভব বলে মনে করেন তাঁরা।
ঝাড়ুফুল সংগ্রহ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত মৌসুমে এই ফুল উৎপাদিত হয়। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করা হয়। চাষাবাদ করতে শুধু ঝোপঝাড় পরিষ্কার ও ফাঁকা স্থানগুলোতে চারা লাগিয়ে দিলেই হয়। বাড়তি যত্ন, সার ও কীটনাশকের প্রয়োজন হয় না।
সরেজমিন মাটিরাঙ্গার ওয়াচু, চৌমুহনী, গোমতী ও গুইমারা উপজেলার সিন্দুকছড়ি, হাফছড়ি, বড়পিলাক, তৈর্কমাসহ বিভিন্ন স্থানে ‘উলুফুল’ শুকাতে দেখা গেছে। এ ছাড়া সাপ্তাহিক হাটে আঁটি বেঁধে এই ফুল বিক্রি করছেন। স্থানীয় ব্যবসায়ীরা এই ফুল কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য মজুত রাখছেন।
পাহাড় থেকে ফুল সংগ্রহ করে বাজারে খুচরা বিক্রি করেন সিন্দুকছড়ি পাহাড়ের বাসিন্দা সতেন্দ্র ত্রিপুরা। তিনি জানান, ১৫ থেকে ২০টি ফুল দিয়ে বাঁধা একটি আঁটি ঝাড়ু হিসেবে বিক্রি করা হয়। তবে এগুলো কাটা এখন আর আগের মতো সহজ নয়। আগে রাস্তার ধারে পাওয়া যেত, এখন অনেক ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফুল কাটতে হয়। একই ধরনের মন্তব্য করেন ফুল সংগ্রহকারী মনিরাম ত্রিপুরা।
উলুফুল ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, পাহাড়ের প্রান্তিক মানুষদের কাছ থেকে খুচরা দরে ফুলের আঁটি কিনে ট্রাকে চট্টগ্রাম ও ঢাকায় নিয়ে বিক্রি করেন। এ ছাড়া তাঁর অধীনে ঝাড়ুফুল রোদে শুকানো ও আঁটি বানানোর কাজে নিয়োজিত শ্রমিকদের দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা বেতন দিতে হয়।
আরেক ব্যবসায়ী আবু সাইদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে একটি কাঁচা ঝাড়ুর আঁটি ২২ থেকে ২৫ টাকায় কিনি। পরে রোদে শুকানো ফুল শ্রমিক দিয়ে নতুনভাবে ঝাড়ুর মোচা বানিয়ে পাইকারি ৪০ থেকে ৫০ টাকায় দরে বিক্রি করি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের মানুষের আর্থিক সংকট নিরসনে উলুফুল শিল্পসহায়ক ভূমিকা রাখতে পারবে।’
মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রতি গাড়ি উলুফুল থেকে সরকার রাজস্ব পায় প্রায় ৩৫ হাজার টাকা। এই ফুল স্থানীয়ভাবে চাষ করতে পারলে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
গুইমারা উপজেলার জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রান্তিক জনগোষ্ঠী প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ‘উলুফুল’ সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
প্রতি আঁটি থেকে রাজস্ব আদায় হয় আড়াই টাকা। বাণিজ্যিকভাবে আবাদ করা হলে সরকারের রাজস্ব আয় বাড়বে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে