Ajker Patrika

কিছু কেন্দ্রে সহিংসতা মাস্ক না থাকায় অস্বস্তি

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ ও মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০০
কিছু কেন্দ্রে সহিংসতা মাস্ক না থাকায় অস্বস্তি

কয়েকটি ইউপিতে বিচ্ছিন্ন সহিংসতা ছাড়া সপ্তম ধাপে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটাররা স্বাস্থ্যবিধি মানেননি অধিকাংশ কেন্দ্রে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১টি ইউপিতে কোনো বিরতি ছাড়াই চলে ভোট গ্রহণ।

মাইজবাগ পাছপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে কলেজছাত্রী আফসানা আক্তার বলেন, ‘আমি এবার প্রথম ভোট দিয়েছি, পরিবেশ খুব ভালো লেগেছে। তবে অধিকাংশ ভোটারের মুখে মাস্ক না থাকায় অস্বস্তি লেগেছে।’

ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন ইউপিতে সরেজমিন দেখা যায়, সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। অধিকাংশ ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারীদের উপস্থিতি বেশি ছিল। তবে অধিকাংশ ভোটারের মুখে ছিল না মাস্ক।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউপিতে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শেষে একটি ইউপিতে অগ্নিসংযোগেরও খবর পাওয়া গেছে। এ ছাড়া উপজেলার বড়হিত ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।

অপর দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায় দুই সদস্য প্রার্থীর মধ্যে সহিংসতা হয়েছে। এ সময় খড়ের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মগটুলায় শফিকুর রহমান নামের এক বৃদ্ধ বলেন, ‘নির্বাচন আসলেই ভোটারদের কদর বেড়ে যায়, ভোট দিয়েছি। তবে শুনছি, অনেক কেন্দ্রে একজনের ভোট নাকি আরেকজন দিয়ে দিয়েছে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘ঈশ্বরগঞ্জ উপজেলা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি ইউপিতে ছোটখাটো সহিংসতার ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়।’

ইউএনও মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘নির্বাচন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তৎপর ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত