বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা সিনেমার দখলে এবার ঈদ মৌসুম। সেই সঙ্গে দাপট দেখাচ্ছে গান। তেমন একটি গান ‘বুঝি না তো তাই’। মাত্র তিন দিনেই ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১ মিলিয়ন। এখানেও রয়েছে সিনেমার প্রভাব। গানটি গেয়েছেন দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এটি ফারিয়ার চতুর্থ গান।
‘বুঝি না তো আমি’ গানটিতে রয়েছে র্যাপের মিশ্রণ। গানের ভিডিওতে রয়েছে রোমান্স ও নাচের উপস্থাপন। নাচে-গানে নুসরাত ফারিয়ার আবেদনময়ী দৃশ্য দেখে মুগ্ধ দর্শক। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে থাইল্যান্ডে।
এসভিএফের ইউটিউব চ্যানেল প্রকাশের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটি দেখেছেন ১১ লাখের বেশি দর্শক। গানটির এমন সাফল্যে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘গানটি যখন তৈরি হচ্ছিল, তখনই মনে হয়েছিল দর্শক পছন্দ করবে। তবে এতটা আশা করিনি। সুন্দর সুন্দর মন্তব্যও করছেন তাঁরা। এমন সাড়া পেয়ে খুব ভালো লাগছে। সব মিলিয়ে স্বস্তি অনুভব করছি।’
আবার কবে আসবে নতুন গান? এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘দর্শকের এত ভালোবাসা পেয়ে নতুন গান করার উৎসাহ বেড়ে গেছে। তবে এ বছর বুঝি না তো তাই গানটি নিয়েই থাকতে চাই। আগামী বছর নতুন গান করার পরিকল্পনা আছে।’
‘বুঝি না তো তাই’ গানটি লিখেছেন বাঁধন। সুর করেছেন বলিউডের মামজি স্ট্রেনজার আর সংগীতায়োজন করেছেন ডিজে লায়ান। নুসরাত ফারিয়ার সঙ্গে এতে কণ্ঠও দিয়েছেন মামজি স্ট্রেনজার। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। গানের ভিডিওতে ফারিয়ার সঙ্গে তাঁকেও দেখা গেছে।
গানের পাশাপাশি নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে ঈদ উপলক্ষে। ট্রেলারটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি রয়েছেন কলকাতার একঝাঁক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও সৌরভ দাস । আগামী ২৫ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
বাংলা সিনেমার দখলে এবার ঈদ মৌসুম। সেই সঙ্গে দাপট দেখাচ্ছে গান। তেমন একটি গান ‘বুঝি না তো তাই’। মাত্র তিন দিনেই ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১ মিলিয়ন। এখানেও রয়েছে সিনেমার প্রভাব। গানটি গেয়েছেন দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এটি ফারিয়ার চতুর্থ গান।
‘বুঝি না তো আমি’ গানটিতে রয়েছে র্যাপের মিশ্রণ। গানের ভিডিওতে রয়েছে রোমান্স ও নাচের উপস্থাপন। নাচে-গানে নুসরাত ফারিয়ার আবেদনময়ী দৃশ্য দেখে মুগ্ধ দর্শক। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে থাইল্যান্ডে।
এসভিএফের ইউটিউব চ্যানেল প্রকাশের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটি দেখেছেন ১১ লাখের বেশি দর্শক। গানটির এমন সাফল্যে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘গানটি যখন তৈরি হচ্ছিল, তখনই মনে হয়েছিল দর্শক পছন্দ করবে। তবে এতটা আশা করিনি। সুন্দর সুন্দর মন্তব্যও করছেন তাঁরা। এমন সাড়া পেয়ে খুব ভালো লাগছে। সব মিলিয়ে স্বস্তি অনুভব করছি।’
আবার কবে আসবে নতুন গান? এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘দর্শকের এত ভালোবাসা পেয়ে নতুন গান করার উৎসাহ বেড়ে গেছে। তবে এ বছর বুঝি না তো তাই গানটি নিয়েই থাকতে চাই। আগামী বছর নতুন গান করার পরিকল্পনা আছে।’
‘বুঝি না তো তাই’ গানটি লিখেছেন বাঁধন। সুর করেছেন বলিউডের মামজি স্ট্রেনজার আর সংগীতায়োজন করেছেন ডিজে লায়ান। নুসরাত ফারিয়ার সঙ্গে এতে কণ্ঠও দিয়েছেন মামজি স্ট্রেনজার। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। গানের ভিডিওতে ফারিয়ার সঙ্গে তাঁকেও দেখা গেছে।
গানের পাশাপাশি নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে ঈদ উপলক্ষে। ট্রেলারটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি রয়েছেন কলকাতার একঝাঁক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও সৌরভ দাস । আগামী ২৫ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে