পুলিশি পাহারায় মুমিনুলদের অনুশীলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১৩: ৩৯

কারফিউ শিথিল হওয়ায় গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুলিশি পাহারায় সীমিত পরিসরে অনুশীলন করেছেন হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। পুলিশি পাহারায় টিম হোটেলে আসা-যাওয়া করেছেন মুমিনুলরা। 

আজ কয়েকজন ক্রিকেটার ঢাকায় ফিরে ২৭ জুলাই এইচপির হয়ে সীমিত ওভারের ম্যাচ খেলতে যাবেন অস্ট্রেলিয়া সফরে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সফরের জন্য জাতীয় দলের পুরো প্রস্তুতি ক্যাম্প চলবে চট্টগ্রামে। কয়েক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন ছুটিতে থাকা বাকি কোচিং স্টাফরা।

গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) থেকে অনুশীলন শুরু হয়েছে। কাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অনুশীলন চলবে। ২৩ জুলাই যেহেতু প্রস্তুতি ম্যাচটা হয়নি, ২৯ জুলাই থেকে তিন দিনের আরেকটা ম্যাচ হবে। সেটা সামনে রেখে অনুশীলন চলবে। তবে যদি আগামী দু-এক দিনের মধ্যে পরিস্থিতি ভালো হয়, ২৯ জুলাই পর্যন্ত ৬ দিন সময় আছে, এর মধ্যে ২ দিনের ম্যাচ একটা করা যায় কি না, দেখা হবে।’ 

সূত্র জানিয়েছে, ২৬-২৭ একটি দুই দিন আর ২৯, ৩০ ও ৩১ জুলাই তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা। তারপর ‘এ’ দলের ক্রিকেটাররা ৬ আগস্ট চলে যাবেন পাকিস্তান সফরে। বিসিবি সূত্রে জানা গেছে, টেস্ট সিরিজে ভালো প্রস্তুতি নিতে ‘এ’ দলের সঙ্গে যাবেন জাতীয় দলের মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ কয়েকজন ক্রিকেটার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত