কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ‘চোর’ ধরে পুলিশে দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (৫৫) নামের একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক কোমরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন। আহতরা হলেন আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ (২৫), মেয়ে রোজিনা, স্ত্রী রেবেকা খাতুন (৪০), জাফর, ওয়াজেদ আলী (৬৫), ফারুক (৪০), আমদ শেখ ও মজনু শেখ। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল সকালে কোমরকান্দি এলাকায় দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। প্রতিপক্ষের
বাড়িগুলো পুরুষশূন্য। কয়েকজন নারী-পুরুষকে গরু-ছাগল নিয়ে পালাতে দেখা গেছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে এলাকায় চোর ঢুকেছিল। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার ফিরোজ খাঁর লোকজন চোরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোর বর্তমান মেম্বার আব্দুস সাত্তারের সমর্থক রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়ে। রাজ্জাক ও তাঁর লোকজন চোরকে মারধর করতে বাধা দেয় এবং পুলিশে সোপর্দ করে।
এ নিয়ে ফিরোজ খাঁ গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজ্জাককে কোমরকান্দি বাজারে ডেকে নেন। কোমরকান্দি বাজারে গেলে প্রতিপক্ষের সুরদ্দিন তাঁকে ছুরিকাঘাত করেন। পরে রাজ্জাকসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। এতে নিহত ব্যক্তির ছেলে, স্ত্রীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
এ বিষয়ে পরাজিত মেম্বার ফিরোজ খাঁর সমর্থক মন্টুর স্ত্রী খালেদা খাতুন বলেন, ‘সাত্তার মেম্বর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর চালায়। টাকা, স্বর্ণ, গরু বাছুর সব লুট করে নিয়ে গেছে।’
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাতে চোরকে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার সকালে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে শত শত লোকের সামনে ছুরিকাঘাত করে আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় বলা যাচ্ছে না।
কুষ্টিয়ার কুমারখালীতে ‘চোর’ ধরে পুলিশে দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (৫৫) নামের একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক কোমরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন। আহতরা হলেন আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ (২৫), মেয়ে রোজিনা, স্ত্রী রেবেকা খাতুন (৪০), জাফর, ওয়াজেদ আলী (৬৫), ফারুক (৪০), আমদ শেখ ও মজনু শেখ। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল সকালে কোমরকান্দি এলাকায় দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। প্রতিপক্ষের
বাড়িগুলো পুরুষশূন্য। কয়েকজন নারী-পুরুষকে গরু-ছাগল নিয়ে পালাতে দেখা গেছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে এলাকায় চোর ঢুকেছিল। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার ফিরোজ খাঁর লোকজন চোরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোর বর্তমান মেম্বার আব্দুস সাত্তারের সমর্থক রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়ে। রাজ্জাক ও তাঁর লোকজন চোরকে মারধর করতে বাধা দেয় এবং পুলিশে সোপর্দ করে।
এ নিয়ে ফিরোজ খাঁ গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজ্জাককে কোমরকান্দি বাজারে ডেকে নেন। কোমরকান্দি বাজারে গেলে প্রতিপক্ষের সুরদ্দিন তাঁকে ছুরিকাঘাত করেন। পরে রাজ্জাকসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। এতে নিহত ব্যক্তির ছেলে, স্ত্রীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
এ বিষয়ে পরাজিত মেম্বার ফিরোজ খাঁর সমর্থক মন্টুর স্ত্রী খালেদা খাতুন বলেন, ‘সাত্তার মেম্বর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর চালায়। টাকা, স্বর্ণ, গরু বাছুর সব লুট করে নিয়ে গেছে।’
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাতে চোরকে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার সকালে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে শত শত লোকের সামনে ছুরিকাঘাত করে আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় বলা যাচ্ছে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে