Ajker Patrika

আ.লীগ নেতার ইটভাটায় হামলা, ভাঙচুরের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
আ.লীগ নেতার ইটভাটায় হামলা, ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে আওয়ামী লীগ নেতার ইটভাটায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেসার্স বর্ণ বিক্সস্ নামের ওই ভাটামালিক আবু বক্কার শেখ খোকা বাদী হয়ে গতকাল সোমবার বিকেলে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে কয়ড়া মন্ডলপাড়া গ্রামের টুটুল মন্ডল, ছাত্রলীগ নেতা সাব্বির আহামেদ সংঘবদ্ধ দল নিয়ে ওই হামলা চালায়। এ সময় তাঁরা ট্রাক ভাঙচুর করেন, ভাটা মালিকের ছেলে জুবায়ের সিদ্দিকের ওপর আক্রমণ করেন ও তাঁর কাছে থাকা ৫০ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

অভিযোগে আরও বলা হয়, টুটুল ও সাব্বির দীর্ঘ দিন ২৫ হাজার ইট বাকিতে চেয়ে আসছিল কিন্তু তাঁদের বাকি না দেওয়ায় এই হামলা চালানো হয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত