Ajker Patrika

আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ১৪
আলোচিত ঘটনা

⊲ ১০ মার্চ চিত্রনায়িকা দীঘি ও তাঁর বাবা অভিনেতা সুব্রতর বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা করেছেন চলচ্চিত্রনির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

⊲ ১১ মার্চ গ্রেপ্তার হন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছিল তাঁর নামে।

⊲ ৭ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন। এবারে সভাপতি হয়েছেন সোহানুর রহমান সোহান, মহাসচিব হিসেবে বিজয়ী হয়েছেন শাহীন সুমন।

⊲ ৬ জুন সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানান, বিদেশি শিল্পী নিয়ে বিজ্ঞাপন চিত্রনির্মাণে শিল্পীপ্রতি ২ লাখ টাকা সরকারি ফি পরিশোধের নিয়ম রেখে নীতিমালা সংশোধন করা হয়েছে।

⊲ অনুমতি ছাড়া হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি চরিত্রকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জুলাই গ্রামীণফোনকে আইনি নোটিশ পাঠিয়েছে হ‌ুমায়ূন আহমেদ পরিবার। নোটিশে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে লেখক পরিবার।

⊲ ১১ আগস্ট শেষ হয়েছে এই বছরের লকডাউন। আর এদিন থেকেই সিনেমার শুটিং শুরু হয়েছে।

⊲ গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেয়ে ২৪ আগস্ট গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা।

⊲ ২৫ আগস্ট চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে গঠন করা হয়ে ট্রাস্টি বোর্ড।

⊲ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ আগস্ট গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা পরীমণিকে। বেশ কয়েকবার রিমান্ড ও ২৬ দিনের কারাবাস শেষে ১ সেপ্টেম্বর জামিনে মু্িকত পান পরীমণি।

⊲ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক চাষী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে তাঁর বড় মেয়ে আন্নি ইসলাম চাষী নজরুলের চলচ্চিত্র-সংশ্লিষ্ট জিনিসপত্র ফিল্ম আর্কাইভে প্রদান করেন ২৩ নভেম্বর।

⊲ ২৯ নভেম্বর ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড।

⊲ ২ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এর ট্রেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

⊲ সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহিয়া মাহির অপ্রীতিকর ফোনালাপ প্রকাশ পায় ৫ ডিসেম্বর। ৬ ডিসেম্বর ডিবি কার্যালয়ে এ বিষয়ে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

⊲ ২১ ডিসেম্বর বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াসহ সাভারের কয়েকটি স্থানে শুটিংয়ের মাধ্যমে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়। মুম্বাইতে আর ৭-৮ দিন শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হবে বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত