২৭ আ.লীগ নেতাকে বহিষ্কার

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০৩
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থেকেও নৌকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বী ও পৃষ্ঠপোষক হওয়ায় দল থেকে ২৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন মণ্ডল, সদস্য হারুন অর রশিদ।

সোহাগী ইউপিতে বহিষ্কার করা হয় বিদ্রোহী প্রার্থী কাজী আজিজুল হক, প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ, মো. আজিজুল হক, মো. লিটন আল সাগর, সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. জুলহাস উদ্দিন সুজন শাহ।

সরিষা ইউপিতে বহিষ্কার করা হয় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী একরাম হোসেন ভূঁইয়াকে।

আঠারোবাড়িতে ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন সরকার, সদস্য মোস্তাফিজুর রহমান স্বপন, আসাদুজ্জামান রবিন, হৃদয় আহমেদ সেলিম ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালেবকে বহিষ্কার করা হয়।

জাটিয়া ইউপিতে বহিষ্কৃতরা হলেন বিদ্রোহী প্রার্থী মো. আল আমিন, বিদ্রোহী প্রার্থী মো. মীর কাসিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী মো. আব্দুস ছালাম। মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মিজানুর রহমান রতন, আবু বাহারুল আলম মজনু ও মো. আবুল কাশেমকে বহিষ্কার করা হয়।

মগটুলার বিদ্রোহী প্রার্থী হাসিবুল ইসলাম খান রাজীব, বিদ্রোহী প্রার্থী ডা. বোরহান উদ্দিন ভূঁইয়া। তারুন্দিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম, আনোয়ার হোসেন, মো. মহিউদ্দিন আজাদ মানিক, মোশারফ হোসেন ও যুবলীগের আহ্বায়ক ফরিদ খানকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত