কুইজ প্রতিযোগিতায় ৪৩ জন পুরস্কৃত

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ৫৫
Thumbnail image

দেবিদ্বারে শেখ রাসেল দিবস উদ্‌যাপন উপলক্ষে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রেয়াজ উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি নিউইয়র্ক প্রবাসী ডা. ফেরদৌস খন্দাকারের উদ্যোগে হয়েছে।

এ সময় চূড়ান্ত পর্বে বিজয়ী তিনজনকে ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া আরও ৪০ জনের হাতে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. সেলিম রেজা সৌরভ। প্রতিযোগিতার সদস্যসচিব শাহিনুর লিপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় অধ্যক্ষ মো. সেলিম রেজা সৌরভ বলেন, ‘শেখ রাসেলের জীবনটা শেষ হয়ে গেছে ঘাতকের বুলেটে। এ হত্যাকাণ্ড ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত