Ajker Patrika

গোসাইরহাট পৌরসভায় হচ্ছে ভোটার তালিকা পুনর্বিন্যাস

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
গোসাইরহাট পৌরসভায় হচ্ছে ভোটার তালিকা পুনর্বিন্যাস

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভায় ভোটার তালিকা পুনর্বিন্যাসের কার্যক্রম শুরু হচ্ছে। গত সোমবার ভোটার তালিকা পুনর্বিন্যাসের কার্যক্রম পরিচালনার অনুমোদনসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের সহকারী সচিব মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভোটার তালিকা পুনর্বিন্যাসের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে খুব শিগগির কমিশনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস ও বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট গোসাইরহাট পৌরসভার সীমানা জটিলতা নিরসনের জন্য সীমানা পুনর্গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সে অনুযায়ী গোসাইরহাট পৌরসভার ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকা গঠন করা হয়েছে। ভোটার এলাকাগুলোর তথ্য সংশোধন ও হালনাগাদ করার নিমিত্তে ভোটার তালিকা পুনর্বিন্যাস করতে হবে। সে লক্ষ্যে একজন পুনর্বিন্যাসকারী ও ৯ জন সহকারী পুনর্বিন্যাসকারী কর্মকর্তা নিয়োগের জন্য কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। নিয়োগকৃত কর্মকর্তারা গোসাইরহাট পৌরসভার ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকা অনুযায়ী ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রম সম্পন্ন করলে তথ্যগুলো নির্বাচন কমিশনে পাঠানো হবে।

গোসাইরহাটের উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গোসাইরহাট পৌরসভার ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকা গঠন করা হয়েছে। এখন ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রম সম্পন্ন করার জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস থেকে চিঠি পেলেই ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রম শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত