মায়ের গল্পে নুহাশের সিরিজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূন বানিয়েছিলেন অ্যান্থলজি ওয়েব সিরিজ ‘পেটকাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’—এই চারটি গল্প নিয়ে তৈরি সিরিজটি প্রশংসিত হয়েছিল। নুহাশ এখন ব্যস্ত সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে। এবারও থাকছে চারটি গল্প। যার তিনটিই লিখেছেন নুহাশের মা গুলতেকিন খান। এবারই প্রথম কোনো সিরিজের গল্প লিখলেন গুলতেকিন। 

প্রথমবার সিরিজের গল্প লেখার অভিজ্ঞতা জানিয়ে গুলতেকিন খান বলেন, ‘অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু নুহাশ যখন বলল সে পছন্দ করেছে, তখন মনে হলো, আমাকে খুশি করার জন্য ও নিশ্চয় ভালো বলবে না। গল্পটা ভালো না হলে ও বলত, এখানে একটু ভালো করতে হবে।’
এবারই প্রথম সিরিজের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও নুহাশের আগের কাজগুলোর সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে ছিলেন গুলতেকিন। নুহাশ জানান, প্রতিটি চিত্রনাট্য লেখার পর তাঁর মা সেটা ভালো করে পড়েন। চিত্রনাট্যের ভালো-মন্দ নিয়ে সব সময় মায়ের সঙ্গে আলাপ করেন তিনি। 

জানা গেছে, শেষের পথে পেট কাটা ষ সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং। এ বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত