বৃষ্টির পানি সংরক্ষণে ৩৮ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০৮: ২০
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ০৮

জলবায়ু-ঝুঁকিপূর্ণ বাগেরহাটের মোংলা উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের জন্য ডেনমার্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্র্যাক। গতকাল সকালে ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের বাসভবনে এই স্মারক স্বাক্ষরিত হয়। ডেনমার্কের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন ও ব্র্যাকের পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক আসিফ সালেহ স্মারকে সই করেন।

সংশ্লিষ্টরা জানান, লবণাক্ততার ভয়াবহ বিস্তারের ফলে মোংলা বাংলাদেশের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা। এ অঞ্চলের ৬০ শতাংশেরও বেশি বাসিন্দা নিরাপদ পানযোগ্য পানির সুবিধা পান না। ব্র্যাকের এই প্রকল্পের আওতায় ডেনমার্ক সরকারের উন্নয়ন কৌশল ‘দ্য ওয়ার্ল্ড উই শেয়ার’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে মোংলায় ক্ষুদ্র স্তরে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে প্রায় ৬৭ হাজার ৩০০ মানুষ নিরাপদ পানির সুবিধা পাবেন। তিন বছর মেয়াদি এই প্রকল্পের জন্য ২ কোটি ৯০ লাখ ডেনিশ ক্রোন (৩৭ কোটি ৬৯ লাখ টাকা) দেবে বাংলাদেশের ডেনিস দূতাবাস।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন বলেন, ‘২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে প্রতিবছর কমপক্ষে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে ডেনমার্ক। বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ডেনমার্কের শক্তিশালী জলবায়ু প্রতিশ্রুতি থেকে এই দেশের উপকৃত হওয়া উচিত।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘নিরাপদ পানি পাওয়ার মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে ব্র্যাক অবিরাম কাজ করে চলেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত