বিনোদন ডেস্ক
ডিপফেক নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলিউডে। গত কয়েক মাসে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটসহ অনেক অভিনেত্রীর ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। নতুন এই বিড়ম্বনা নিয়ে অভিনেত্রীরা সরব হয়েছেন।
গত নভেম্বরে ডিপফেকের কবলে পড়েন রাশমিকা। সেই ঘটনায় সম্প্রতি দিল্লি পুলিশ ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। ইমানি নবীন নামের ওই যুবক স্বীকার করেছেন, তিনি রাশমিকা মান্দানার ভক্ত। অভিনেত্রীর একটি ফ্যানপেজ চালাতেন তিনি।
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশায় পড়ে এই কাজ করেছিলেন নবীন। দিল্লি পুলিশের সক্রিয়তা দেখে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রাশমিকা মান্দানা।
ইনস্টাগ্রাম স্টোরিতে গতকাল অভিনেত্রী লিখেছেন, ‘অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। অনুমতি ছাড়া নারী অথবা পুরুষ কারও ছবি বিকৃত করে ব্যবহার করা অন্যায়। আশা করি, এখন থেকে সবাই বিষয়টি মাথায় রাখবেন।’
ডিপফেক নিয়ে রাশমিকা যদিও একটা সমাধান পেয়েছেন, তবে একই বিষয়ে বিড়ম্বনায় পড়েছেন আরেক ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি।
একটি ব্র্যান্ডের প্রোমোশনাল ভিডিওতে বিকৃত করে বসিয়ে দেওয়া হয়েছে নোরার মুখ। ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ভীষণ চমকে গিয়েছি। রীতিমতো বিস্মিত। এটা আমি নই।’
অভিনেত্রীর মুখের আদল থেকে গলার স্বর—এমনভাবে এআইয়ের মাধ্যমে বিকৃত করা হয়েছে, খালি চোখে যার আসল-নকল বোঝা মুশকিল। তাই বিষয়টি দেখতে পেয়েই দ্রুত সবাইকে অবগত করেছেন নোরা ফাতেহি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডিপফেকের বিরুদ্ধে সরব হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। শিগগিরই এ বিষয়ে কড়া আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা চলছে।
ডিপফেক নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলিউডে। গত কয়েক মাসে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটসহ অনেক অভিনেত্রীর ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। নতুন এই বিড়ম্বনা নিয়ে অভিনেত্রীরা সরব হয়েছেন।
গত নভেম্বরে ডিপফেকের কবলে পড়েন রাশমিকা। সেই ঘটনায় সম্প্রতি দিল্লি পুলিশ ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। ইমানি নবীন নামের ওই যুবক স্বীকার করেছেন, তিনি রাশমিকা মান্দানার ভক্ত। অভিনেত্রীর একটি ফ্যানপেজ চালাতেন তিনি।
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশায় পড়ে এই কাজ করেছিলেন নবীন। দিল্লি পুলিশের সক্রিয়তা দেখে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রাশমিকা মান্দানা।
ইনস্টাগ্রাম স্টোরিতে গতকাল অভিনেত্রী লিখেছেন, ‘অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। অনুমতি ছাড়া নারী অথবা পুরুষ কারও ছবি বিকৃত করে ব্যবহার করা অন্যায়। আশা করি, এখন থেকে সবাই বিষয়টি মাথায় রাখবেন।’
ডিপফেক নিয়ে রাশমিকা যদিও একটা সমাধান পেয়েছেন, তবে একই বিষয়ে বিড়ম্বনায় পড়েছেন আরেক ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি।
একটি ব্র্যান্ডের প্রোমোশনাল ভিডিওতে বিকৃত করে বসিয়ে দেওয়া হয়েছে নোরার মুখ। ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ভীষণ চমকে গিয়েছি। রীতিমতো বিস্মিত। এটা আমি নই।’
অভিনেত্রীর মুখের আদল থেকে গলার স্বর—এমনভাবে এআইয়ের মাধ্যমে বিকৃত করা হয়েছে, খালি চোখে যার আসল-নকল বোঝা মুশকিল। তাই বিষয়টি দেখতে পেয়েই দ্রুত সবাইকে অবগত করেছেন নোরা ফাতেহি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডিপফেকের বিরুদ্ধে সরব হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। শিগগিরই এ বিষয়ে কড়া আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা চলছে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে