Ajker Patrika

‘নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে’

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১: ৫৭
‘নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে’

নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। গতকাল বুধবার সকালে মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজি ভবনে নারীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ, কানাডা, রাঙামাটি জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথভাবে ‘শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায় কম্পোনেন্ট (এসআইডি-সিএইচটি)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে। সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও গ্রাফিক ডিজাইনের ওপর ৭০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘নারীদের ঘরে থাকলে হবে না। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কারিগরি দক্ষতায় দক্ষ হতে হবে। এ জন্য বর্তমান সরকারি নারীশিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে কাজ করছে।’

মোনঘর পরিচালনা কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনডিপি কর্মকর্তা ঝুমা দেওয়ান, মোনঘর নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা।

অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ চিত্ত রঞ্জন চাকমা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সকাল ৯টায় মোনঘর আবাসিক উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ডিগনিটি কিট বিতরণ করা হয়। এ কার্যক্রমেরও উদ্বোধন করেন অংসুই প্রু চৌধুরী। রাঙামাটির ১০০ বিদ্যালয়ের ছাত্রীদের ডিগনিটি কিট বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত