Ajker Patrika

ভাঙন রোধে স্থায়ী সমাধান চান ঘাঘটপাড়ার বাসিন্দারা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫: ৪৭
ভাঙন রোধে স্থায়ী সমাধান চান ঘাঘটপাড়ার বাসিন্দারা

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাঘটপাড়ার বাসিন্দারা ঘাঘট নদের ভাঙন রোধে স্থায়ী সমাধান চান। তাঁরা এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন।

উপজেলার বালারহাট ইউনিয়নের খোর্দ্দ কুমরপুর ও বুজরুক কুমরপুর গ্রাম দুটি ঘাঘটপাড়া নামে পরিচিত। নদের ডান তীরে এর অবস্থান।

এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপির সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের একটি অনুরোধপত্র রয়েছে। তিনি নদের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

ঘাঘটপাড়ার বাসিন্দা রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মনোয়ার হোসেন জানান, ভাঙনে ইতিমধ্যে তাঁর এবং প্রতিবেশীদের ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে দুই উপজেলার একটি সংযোগ সড়ক, আরও ৭০টি বসতবাড়ি ও আবাদি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, কখন বাড়িঘর নদীতে চলে যায় এ নিয়ে ঘাঘটপাড়ার বাসিন্দারা আতঙ্কে থাকেন। ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় নদটি জনবসতির কাছে চলে এসেছে।

বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত জানান, তিনি ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে লিখিতভাবে অবহিত করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর পাউবোর এক প্রকৌশলী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত