জুবায়ের আহম্মেদ
বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কানাডা সব সময়ই পছন্দের জায়গা। সহজ অভিবাসননীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কানাডা অনেকের প্রথম পছন্দ। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত দেশটির সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাগত দক্ষতা ও গবেষণা প্রোগ্রাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস, গবেষণাকেন্দ্রে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা। বিশ্ববিদ্যালয়টি কৃষিশিক্ষা ও গবেষণার জন্য কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
২০২৪ শিক্ষাবর্ষে সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তির আবেদনপত্র আহ্বান করছে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা জানুয়ারি ২০২৪ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। ক্যাম্পাসের বাইরে বা অধিভুক্ত কলেজের মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপ এবং কলেজ কর্তৃক প্রদত্ত অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারী প্রার্থীরা ইংরেজি ভাষাভাষীর হলে আইইএলটিএস বা টোফেল লাগবে না। ইংরেজির বাইরে অন্য ভাষাভাষী হলে আইইএলটিএসে ৬ দশমিক ৫ অথবা টোফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে। এ ছাড়া বিষয়ভিত্তিক অন্যান্য যোগ্যতা তো লাগবেই।
কী কী বিষয়ে পড়া যাবে
হিসাববিজ্ঞান, কৃষি অর্থনীতি, অ্যানাটমি, ফিজিওলজি ও ফার্মাকোলজি, পশুপাখিবিজ্ঞান, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, জীববিজ্ঞান, জীব পরিসংখ্যানবিদ্যা, রসায়ন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কম্পিউটারবিজ্ঞান, শিক্ষা প্রশাসন, ইংরেজি, ফিন্যান্স, তড়িৎপ্রকৌশল, খাদ্যবিজ্ঞান, ইতিহাস, স্বাস্থ্যবিজ্ঞান, আইন, নেতৃত্ব, ভাষাতত্ত্ব, মার্কেটিং, গণিত, সংগীত, সংগীত শিক্ষা, নার্সিং, পুষ্টি, ফার্মেসি, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, দর্শন, মৃত্তিকাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, বিষবিজ্ঞান, পানিবিজ্ঞান ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া
কানাডার নাগরিকেরা আগামী ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। তবে বিদেশি নাগরিকদের আগামী ১ সেপ্টেম্বর ২০২৩-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন নিজেকেই করতে হবে। চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধির মাধ্যমে করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে। আর প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে।
অনুবাদ: জুবায়ের আহম্মেদ
বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কানাডা সব সময়ই পছন্দের জায়গা। সহজ অভিবাসননীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কানাডা অনেকের প্রথম পছন্দ। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত দেশটির সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাগত দক্ষতা ও গবেষণা প্রোগ্রাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস, গবেষণাকেন্দ্রে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা। বিশ্ববিদ্যালয়টি কৃষিশিক্ষা ও গবেষণার জন্য কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
২০২৪ শিক্ষাবর্ষে সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তির আবেদনপত্র আহ্বান করছে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা জানুয়ারি ২০২৪ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। ক্যাম্পাসের বাইরে বা অধিভুক্ত কলেজের মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপ এবং কলেজ কর্তৃক প্রদত্ত অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারী প্রার্থীরা ইংরেজি ভাষাভাষীর হলে আইইএলটিএস বা টোফেল লাগবে না। ইংরেজির বাইরে অন্য ভাষাভাষী হলে আইইএলটিএসে ৬ দশমিক ৫ অথবা টোফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে। এ ছাড়া বিষয়ভিত্তিক অন্যান্য যোগ্যতা তো লাগবেই।
কী কী বিষয়ে পড়া যাবে
হিসাববিজ্ঞান, কৃষি অর্থনীতি, অ্যানাটমি, ফিজিওলজি ও ফার্মাকোলজি, পশুপাখিবিজ্ঞান, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, জীববিজ্ঞান, জীব পরিসংখ্যানবিদ্যা, রসায়ন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কম্পিউটারবিজ্ঞান, শিক্ষা প্রশাসন, ইংরেজি, ফিন্যান্স, তড়িৎপ্রকৌশল, খাদ্যবিজ্ঞান, ইতিহাস, স্বাস্থ্যবিজ্ঞান, আইন, নেতৃত্ব, ভাষাতত্ত্ব, মার্কেটিং, গণিত, সংগীত, সংগীত শিক্ষা, নার্সিং, পুষ্টি, ফার্মেসি, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, দর্শন, মৃত্তিকাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, বিষবিজ্ঞান, পানিবিজ্ঞান ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া
কানাডার নাগরিকেরা আগামী ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। তবে বিদেশি নাগরিকদের আগামী ১ সেপ্টেম্বর ২০২৩-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন নিজেকেই করতে হবে। চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধির মাধ্যমে করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে। আর প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে।
অনুবাদ: জুবায়ের আহম্মেদ
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে