ক্রীড়া ডেস্ক
বরুসিয়া ডর্টমুন্ডের জন্য এখন লড়াইটা টিকে থাকার। বুন্দেসলিগায় শিরোপা দৌড় থেকে অনেক আগে ছিটকে পড়েছে তারা। শীর্ষে থাকা বেয়ার লেভারকুজেনের (৫৮) সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৭। আগের ম্যাচে ভলসবুর্গের সঙ্গে করেছে ড্র। লিগে চতুর্থ স্থানটা ধরে রাখতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও জায়গা হবে না। এত সব চিন্তা মাথায় নিয়ে নেদারল্যান্ডস সফরে গেছে বিভিবিরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ তাদের আতিথেয়তা দেবে পিএসভি আইন্দোফেন।
সব ছাপিয়ে অবশ্য এ ম্যাচে আলোচনায় পিটার বস। ডাচ কোচের জন্য ম্যাচটি যতটুকু না পুনর্মিলনীর, তারও বেশি প্রতিশোধের। আয়াক্স ছেড়ে ২০১৭ সালে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ১৬৭ দিনের মাথায় একরকম অপমান করে বের করে দেওয়া হয়। সে সময় জার্মান ট্যাবলয়েড বিল্ড শিরোনাম করেছিল, ‘বাই, বাই, বস।’ এরপর বেয়ার লেভারকুজেন ও লিওঁ ঘুরে গত বছর পিএসভির দায়িত্ব নেন ৬০ বছর বয়সী কোচ। তাঁর অধীনে এ মৌসুমে ইরেদিভিসি জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে আজ যখন পুরোনো শিষ্যদের কাছে পাবেন, বসের মনে শত্রুতা নাকি স্নেহ উথলে উঠবে, সেটি দেখার। অবশ্য পেশাদারত্বে এসব সরিয়েই নিজ দলের জয় চাইবেন তিনি।
বসের মতো পুনর্মিলনী হচ্ছে দিয়েগো সিমিওনেরও। পুরোনো ঠিকানা সান সিরোতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদ কোচ। ১৯৯৭-৯৯ পর্যন্ত খেলোয়াড় হিসেবে এখানেই ছিলেন তিনি, আতলেতিকো ছেড়ে এ দুই বছর খেলেছেন ইন্টার মিলানের হয়ে। এ মৌসুমের শুরুতে গুঞ্জন উঠেছিল, নেরাজ্জুরিরা ৫৩ বছর বয়সী কোচকে ফেরাচ্ছে। তবে উল্টো আতলেতিকো ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় সিমিওনের সঙ্গে।
দলের অন্যতম তারকা আতোয়াঁন গ্রিজমানকে ছাড়াই লা লিগায় লাস পালমাসকে উড়িয়ে দিয়েছিল আতলেতিকো। তবে সিরি আর শীর্ষে থাকা ইন্টারকে হারাতে হলে গ্রিজিকে যে দরকার, সেটি ভালোই জানা সিমিওনের। পালমাসের বিপক্ষে ম্যাচের পর সেটিই আরেঠারে বলেছিলেন তিনি, ‘আমাদের সেরা গ্রিজমানকে দরকার, আমরা তাকে সতেজ চাই।’
বরুসিয়া ডর্টমুন্ডের জন্য এখন লড়াইটা টিকে থাকার। বুন্দেসলিগায় শিরোপা দৌড় থেকে অনেক আগে ছিটকে পড়েছে তারা। শীর্ষে থাকা বেয়ার লেভারকুজেনের (৫৮) সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৭। আগের ম্যাচে ভলসবুর্গের সঙ্গে করেছে ড্র। লিগে চতুর্থ স্থানটা ধরে রাখতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও জায়গা হবে না। এত সব চিন্তা মাথায় নিয়ে নেদারল্যান্ডস সফরে গেছে বিভিবিরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ তাদের আতিথেয়তা দেবে পিএসভি আইন্দোফেন।
সব ছাপিয়ে অবশ্য এ ম্যাচে আলোচনায় পিটার বস। ডাচ কোচের জন্য ম্যাচটি যতটুকু না পুনর্মিলনীর, তারও বেশি প্রতিশোধের। আয়াক্স ছেড়ে ২০১৭ সালে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ১৬৭ দিনের মাথায় একরকম অপমান করে বের করে দেওয়া হয়। সে সময় জার্মান ট্যাবলয়েড বিল্ড শিরোনাম করেছিল, ‘বাই, বাই, বস।’ এরপর বেয়ার লেভারকুজেন ও লিওঁ ঘুরে গত বছর পিএসভির দায়িত্ব নেন ৬০ বছর বয়সী কোচ। তাঁর অধীনে এ মৌসুমে ইরেদিভিসি জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে আজ যখন পুরোনো শিষ্যদের কাছে পাবেন, বসের মনে শত্রুতা নাকি স্নেহ উথলে উঠবে, সেটি দেখার। অবশ্য পেশাদারত্বে এসব সরিয়েই নিজ দলের জয় চাইবেন তিনি।
বসের মতো পুনর্মিলনী হচ্ছে দিয়েগো সিমিওনেরও। পুরোনো ঠিকানা সান সিরোতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদ কোচ। ১৯৯৭-৯৯ পর্যন্ত খেলোয়াড় হিসেবে এখানেই ছিলেন তিনি, আতলেতিকো ছেড়ে এ দুই বছর খেলেছেন ইন্টার মিলানের হয়ে। এ মৌসুমের শুরুতে গুঞ্জন উঠেছিল, নেরাজ্জুরিরা ৫৩ বছর বয়সী কোচকে ফেরাচ্ছে। তবে উল্টো আতলেতিকো ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় সিমিওনের সঙ্গে।
দলের অন্যতম তারকা আতোয়াঁন গ্রিজমানকে ছাড়াই লা লিগায় লাস পালমাসকে উড়িয়ে দিয়েছিল আতলেতিকো। তবে সিরি আর শীর্ষে থাকা ইন্টারকে হারাতে হলে গ্রিজিকে যে দরকার, সেটি ভালোই জানা সিমিওনের। পালমাসের বিপক্ষে ম্যাচের পর সেটিই আরেঠারে বলেছিলেন তিনি, ‘আমাদের সেরা গ্রিজমানকে দরকার, আমরা তাকে সতেজ চাই।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪