Ajker Patrika

অটো কেনার টাকা না পাওয়ায় বাবাকে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
অটো কেনার টাকা না পাওয়ায় বাবাকে হত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশা কেনার টাকা চেয়ে না পেয়ে বাবাকে হত্যা করেছে ছেলে বিজয় মিয়া (১৭)। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে। এর আগে, গত রোববার রাতে নরসিংদী জেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে বিজয়কে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করিমগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে জানান, বিজয়কে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অটোরিকশা কেনার টাকা চেয়ে না পাওয়ায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এর আগে ৬ নভেম্বর এজাহারভুক্ত আসামি বিপুল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে বিজয় তার বাবা এনামুল হক রেণুকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পূর্ব হাত্রাপাড়ার ঘরে ঢুকে প্রথমে একটি শিল (পুতা) দিয়ে আহত করে। পরে তার হাতে থাকা রড দিয়ে মাথায় ও কপালের বাঁ পাশে আঘাত করে গুরুতর জখম করে এবং চৌকিতে থাকা বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত