বিনোদন ডেস্ক
তেমন কিছু নয়। একটি আঙুল সামান্য কেটে গিয়েছিল। তাতেই হাসপাতালে ভর্তি হন উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দ্রুত আরোগ্য কামনার জন্য ভক্তদের অনুরোধ করেন। সেই ভিডিওতে দেখা যায়, উর্বশীর আঙুল থেকে রক্ত ঝরছে। তিনি হাসপাতালের বেডে বসে আছেন। মুখে অক্সিজেন মাক্স পরা। তবে খুব বড় কিছু যে ঘটেনি, তা ভিডিও দেখেই আন্দাজ করা যায়। ফলে খুব বেশি সহানুভূতি জোটেনি। সুস্থতা কামনার বদলে নেটিজেনরা নায়িকাকে কটাক্ষই করেছেন বেশি। এটিকে প্রচারে থাকার কৌশল হিসেবেই ধরে নিয়েছেন অনেকে।
কেউ পরামর্শ দিয়েছেন, ‘একটু হলুদ লাগিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত!’ কেউ ব্যঙ্গ করেছেন, ‘আপনিই প্রথম নারী যে এত তুচ্ছ কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ বিস্ময় প্রকাশ করে কেউ লিখেছেন, ‘রান্নাঘরে তো মেয়েদের রোজ এ রকম হাত কাটে, এর জন্য হাসপাতালে!’ রসিকতা করে দুই টাকার ব্যান্ড এইড কিনে আঙুলে জড়িয়ে নিতে বলেন কেউ কেউ।
এ ধরনের নানা নেতিবাচক প্রতিক্রিয়ায় যখন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে, তখন উর্বশী হাজির আরেক ভিডিও নিয়ে। তাতে দেখা যাচ্ছে, গোলাপের স্তূপের মাঝে বসে আছেন তিনি। ভিডিওর ক্যাপশনে উর্বশী গোলাপের সংখ্যাও জানিয়ে দিয়েছেন, ‘আমার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তদের কাছ থেকে পেলাম এক লাখ গোলাপ!’
অভিনেত্রীর দাবি, একদিকে যেমন অনেকে তাঁর সমালোচনা করেছেন, অনেকে আবার চিন্তিতও ছিলেন। উর্বশী হাসপাতাল থেকে বাসায় পৌঁছেই পান বিশাল সারপ্রাইজ। তাঁর পুরো ঘর ভরে গেছে গোলাপ ফুলে! গুনে দেখা যায়, গোলাপের সংখ্যা এক লাখ! কিন্তু কে বা কারা তাঁকে এত গোলাপ উপহার পাঠিয়েছে, তাদের নাম উল্লেখ করেননি উর্বশী।
তেমন কিছু নয়। একটি আঙুল সামান্য কেটে গিয়েছিল। তাতেই হাসপাতালে ভর্তি হন উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দ্রুত আরোগ্য কামনার জন্য ভক্তদের অনুরোধ করেন। সেই ভিডিওতে দেখা যায়, উর্বশীর আঙুল থেকে রক্ত ঝরছে। তিনি হাসপাতালের বেডে বসে আছেন। মুখে অক্সিজেন মাক্স পরা। তবে খুব বড় কিছু যে ঘটেনি, তা ভিডিও দেখেই আন্দাজ করা যায়। ফলে খুব বেশি সহানুভূতি জোটেনি। সুস্থতা কামনার বদলে নেটিজেনরা নায়িকাকে কটাক্ষই করেছেন বেশি। এটিকে প্রচারে থাকার কৌশল হিসেবেই ধরে নিয়েছেন অনেকে।
কেউ পরামর্শ দিয়েছেন, ‘একটু হলুদ লাগিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত!’ কেউ ব্যঙ্গ করেছেন, ‘আপনিই প্রথম নারী যে এত তুচ্ছ কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ বিস্ময় প্রকাশ করে কেউ লিখেছেন, ‘রান্নাঘরে তো মেয়েদের রোজ এ রকম হাত কাটে, এর জন্য হাসপাতালে!’ রসিকতা করে দুই টাকার ব্যান্ড এইড কিনে আঙুলে জড়িয়ে নিতে বলেন কেউ কেউ।
এ ধরনের নানা নেতিবাচক প্রতিক্রিয়ায় যখন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে, তখন উর্বশী হাজির আরেক ভিডিও নিয়ে। তাতে দেখা যাচ্ছে, গোলাপের স্তূপের মাঝে বসে আছেন তিনি। ভিডিওর ক্যাপশনে উর্বশী গোলাপের সংখ্যাও জানিয়ে দিয়েছেন, ‘আমার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তদের কাছ থেকে পেলাম এক লাখ গোলাপ!’
অভিনেত্রীর দাবি, একদিকে যেমন অনেকে তাঁর সমালোচনা করেছেন, অনেকে আবার চিন্তিতও ছিলেন। উর্বশী হাসপাতাল থেকে বাসায় পৌঁছেই পান বিশাল সারপ্রাইজ। তাঁর পুরো ঘর ভরে গেছে গোলাপ ফুলে! গুনে দেখা যায়, গোলাপের সংখ্যা এক লাখ! কিন্তু কে বা কারা তাঁকে এত গোলাপ উপহার পাঠিয়েছে, তাদের নাম উল্লেখ করেননি উর্বশী।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে