Ajker Patrika

হামিরকুৎসায় সবচেয়ে কম ভোট পেলেন নৌকার প্রার্থী

বাগমারা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ০০
হামিরকুৎসায় সবচেয়ে কম ভোট পেলেন  নৌকার প্রার্থী

বাগমারার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সানোয়ারা খাতুন। নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন মাত্র ৫৮২ ভোট।

আর নৌকার মনোনয়ন কেড়ে নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ৪১১৭ ভোট পেয়ে সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তাঁকে প্রথমে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগে অভিযোগ করা হয়। এরপর প্রার্থী পরিবর্তন করে দলটি।

নৌকা কেড়ে নেওয়া হলে আনোয়ার হোসেন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে ২০১৬ সালে তাঁকে প্রথমবারে মতো নৌকার মনোনয়ন দিয়েও কেড়ে নেওয়া হয়েছিল। সেবারও আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আনোয়ার হোসেন।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বুধবার বাগমারার ১৬টি ইউপিতে ভোট হয়। নির্বাচনে ৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী, ৬ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ৫ ইউপিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

হামিরকুৎসা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাকি তিনজন হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাফিনুর নাহার, বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক ফিরোজ ও বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন। দিন শেষে দেখা যায় নৌকার বিদ্রোহী আনোয়ার হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে শাফিনুর নাহার পেয়েছেন ৪০২৮ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক ফিরোজ চশমা প্রতীকে পেয়েছেন ২৪৯৮ ভোট, বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩৮০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সানোয়ারা খাতুন পেয়েছেন ছয় শর কম ভোট।

দলীয় প্রার্থীর এত কম ভোটের মূলে নেতা-কর্মীদের মধ্যকার বিভেদকেই দায়ী করছেন কেউ কেউ।

সানোয়ারা বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী। আমার প্রতীক নৌকা। আমি দলীয় প্রতীকে ভোট করলেও দলের লোকজন স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রচার চালান, তাঁদের ভোট দেন। দলীয় লোকজন নৌকার হয়ে কাজ করলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত