Ajker Patrika

জামিন পেলেন তৈমুরের নির্বাচনী সমন্বয়ক

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৯
জামিন পেলেন  তৈমুরের নির্বাচনী সমন্বয়ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ২৭ দিন পর জামিন পেয়েছেন তৈমুর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নির্বাচনী সমন্বয়ক মনিরুল ইসলাম রবি। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদন মঞ্জুর হয়।

এর আগে, গত ১০ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে দুইটি মামলার আসামি দেখানো হয়েছিল। রবি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। গত ৩০ জানুয়ারি অন্য আরেকটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

আসামি পক্ষের আইনজীবী হিসেবে মামলার শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার ও অ্যাডভোকেট আলী হোসাইন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ খান ভাসানী বলেন, ‘রোববার শুনানি শেষে জেলা ও দায়রা আদালতের বিচারক আনিসুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন। মামলার এজাহারে তাঁর নাম দেখানো হয়েছে মনিরুজ্জামান ওরফে রবি। প্রকৃতপক্ষে জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম রয়েছে মনিরুল ইসলাম রবি। আমরা আদালতে এই বিষয়টি উপস্থাপন করেছি। আদালত আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর জামিন দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত