আয়নাল হোসেন, ঢাকা
ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানোর দুই দিন পর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছিলেন, আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না। অথচ বাজারে বর্ধিত দামের তেল ছেড়েছে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
পুরান ঢাকার নয়াবাজারের মেসার্স কালাম স্টোরের মালিক আবুল কালাম জানান, আগে প্রতি ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছিল ৭৬০ টাকা। বর্তমানে তা ৮০০ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৮ টাকা। এ কারণে বাজারে খোলা ভোজ্যতেলের দামও কেজিপ্রতি ৫-৮ টাকা পর্যন্ত বেড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো লিটারপ্রতি ১২ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পরে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর লিটারপ্রতি ৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। কিন্তু এ প্রস্তাব অনুমোদন না নিয়েই তারা গত ১৭ জানুয়ারি বর্ধিত দামে তেল বাজারে ছেড়ে দেয়। এরপর ১৯ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং আনুষঙ্গিক অবস্থা পর্যালোচনা করে আগামী ৬ বা ৭ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো অনুমোদন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়নি। কেন তাহলে দাম বাড়ানো হলো? এ প্রসঙ্গে জানতে চাইলে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে জিজ্ঞাসা করতে বলেন তিনি।
জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, দাম বাড়ানোর বিষয়টি বাণিজ্যমন্ত্রী জানেন। তবে আগামী ৭ ফেব্রুয়ারি দাম সংশোধন করা হবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ানোর দুই দিন পর মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে।
এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার আগেই খোলা তেলের দাম বেড়েছে কেজিপ্রতি ৫-৮ টাকা পর্যন্ত। খুচরা তেল ব্যবসায়ীরা জানান, আগে প্রতি কেজি সয়াবিন তেলের দাম ছিল ১৫০-১৫২ টাকা। গতকাল তা ১৫৮-১৬০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে ১৪০ টাকার সুপারপাম ১৪৫ টাকায় বিক্রি হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক মাস আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৪০-১৪৫ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ১৪৫-১৫০ টাকা। একইভাবে ১৫০-১৬০ টাকার বোতল ১৫০-১৬৫ টাকা। ১৩০-১৩৫ টাকার পাম তেল ১৩২-১৩৬ টাকায় বিক্রি হয়েছে।
১৯ জানুয়ারি সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ‘ভারতের বড় সুবিধা তাদের ডিউটি আমাদের চেয়ে কম। আমাদের যেখানে ১৮-২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। আমাদের এসব বিবেচনায় রাখতে হবে। এ জন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ ফেব্রুয়ারি, মানে ১৬ দিন পর বসে তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব, কমানোর প্রয়োজন হলে কমাব। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটিই করা হবে।’
বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা আছে। তবে নির্ধারিত দামে কোথাও তেল বিক্রি হচ্ছে না।
ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানোর দুই দিন পর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছিলেন, আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না। অথচ বাজারে বর্ধিত দামের তেল ছেড়েছে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
পুরান ঢাকার নয়াবাজারের মেসার্স কালাম স্টোরের মালিক আবুল কালাম জানান, আগে প্রতি ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছিল ৭৬০ টাকা। বর্তমানে তা ৮০০ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৮ টাকা। এ কারণে বাজারে খোলা ভোজ্যতেলের দামও কেজিপ্রতি ৫-৮ টাকা পর্যন্ত বেড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো লিটারপ্রতি ১২ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পরে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর লিটারপ্রতি ৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। কিন্তু এ প্রস্তাব অনুমোদন না নিয়েই তারা গত ১৭ জানুয়ারি বর্ধিত দামে তেল বাজারে ছেড়ে দেয়। এরপর ১৯ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং আনুষঙ্গিক অবস্থা পর্যালোচনা করে আগামী ৬ বা ৭ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো অনুমোদন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়নি। কেন তাহলে দাম বাড়ানো হলো? এ প্রসঙ্গে জানতে চাইলে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে জিজ্ঞাসা করতে বলেন তিনি।
জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, দাম বাড়ানোর বিষয়টি বাণিজ্যমন্ত্রী জানেন। তবে আগামী ৭ ফেব্রুয়ারি দাম সংশোধন করা হবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ানোর দুই দিন পর মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে।
এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার আগেই খোলা তেলের দাম বেড়েছে কেজিপ্রতি ৫-৮ টাকা পর্যন্ত। খুচরা তেল ব্যবসায়ীরা জানান, আগে প্রতি কেজি সয়াবিন তেলের দাম ছিল ১৫০-১৫২ টাকা। গতকাল তা ১৫৮-১৬০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে ১৪০ টাকার সুপারপাম ১৪৫ টাকায় বিক্রি হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক মাস আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৪০-১৪৫ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ১৪৫-১৫০ টাকা। একইভাবে ১৫০-১৬০ টাকার বোতল ১৫০-১৬৫ টাকা। ১৩০-১৩৫ টাকার পাম তেল ১৩২-১৩৬ টাকায় বিক্রি হয়েছে।
১৯ জানুয়ারি সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ‘ভারতের বড় সুবিধা তাদের ডিউটি আমাদের চেয়ে কম। আমাদের যেখানে ১৮-২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। আমাদের এসব বিবেচনায় রাখতে হবে। এ জন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ ফেব্রুয়ারি, মানে ১৬ দিন পর বসে তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব, কমানোর প্রয়োজন হলে কমাব। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটিই করা হবে।’
বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা আছে। তবে নির্ধারিত দামে কোথাও তেল বিক্রি হচ্ছে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে