মো. আবদুল আজিজ
মো. আবদুল আজিজের জন্ম চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। শৈশব কেটেছে সবুজ-শ্যামল ঘেরা গ্রামের মেঠোপথে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা মো. আবদুল হক প্রবাসে থাকাকালে পরিবারের দায়িত্ব পড়ে মায়ের ওপর। তবু তার আদর, যত্ন, স্নেহ-মমতার কোনো কমতি ছিল না। আবদুল আজিজ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি শেষে ভর্তি হন চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে। সেখান থেকে নিজেকে গড়ে তোলার ব্যাপারে মনোযোগী হন। নিজেকে জানা ও অভিজ্ঞতা বাড়াতে যুক্ত হন রোভার স্কাউটসহ বিভিন্ন সৃজনশীল সংগঠনের সঙ্গে।
পুলিশ ক্যাডার হওয়ার অনুভূতি
ক্যাডার পছন্দে বিসিএস পুলিশ ছিল প্রথম পছন্দ। ছোটবেলা থেকে ঝোঁক ছিল পুলিশ ইউনিফর্ম গায়ে আমি দেশের সেবা করব। বর্তমানে মানুষের সেবায় পুলিশের অবদান অনেক। বিপদে পড়ে যেকোনো সহায়তার জন্য সাধারণ মানুষ পুলিশের কাছে এসে সহায়তা পাচ্ছে। করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। এ ছাড়া ক্ষমতার সুষ্ঠু প্রয়োগ আর জনগণের জন্য কাঙ্ক্ষিত সেবা দেওয়া পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, যা প্রশংসনীয়। নিজের
পছন্দ অনুযায়ী চাকরি পেয়ে আমি সত্যিই আনন্দিত। এবার দেশের সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার লক্ষ্য।
পড়াশোনা যেভাবে কাজে লাগিয়েছি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডিবেটিং সোসাইটিতে যুক্ত হই। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, যা ব্যক্তিজীবনে সব সময় কাজে লাগবে। এ ছাড়া একাডেমিক পরীক্ষা অনার্স-মাস্টার্সে যথাক্রমে সিজিপিএ ৩.৬০ ও সিজিপিএ ৩.৬৫ পেয়েছি। নিজের প্রস্তুতিতে কাউকে আদর্শ হিসেবে ভাবতাম না। সব সময় চিন্তা করতাম আমার স্বপ্নপূরণে অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে এবং প্রচুর বই পড়তে হবে। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষার অল্প অল্প প্রস্তুতি একসময় আমাকে খুব আত্মবিশ্বাসী করে তোলে। বিসিএসের প্রস্তুতি নিয়েছি চতুর্থ বর্ষে। প্রথম বিসিএসে প্রিলিমিনারিতে টিকে যাওয়ার পরে এমবিএ প্রথম সেমিস্টার ফাইনাল দিয়ে লিখিত পরীক্ষা হয়। একই সঙ্গে সেমিস্টার ফাইনালের পড়া পড়েছি, আবার বিসিএসের পড়াও পড়েছি।
যাদের স্বপ্ন বিসিএস
বর্তমানে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস। পড়ালেখার বিষয় যা-ই হোক না কেন, ক্যারিয়ার গড়তে বিসিএস বা সরকারি চাকরিকেই প্রাধান্য দিচ্ছেন বর্তমান প্রজন্মের বেশির ভাগ চাকরিপ্রার্থী। তরুণ প্রজন্মের কাছে বিসিএস সোশ্যাল স্ট্যাটাসকেন্দ্রিক চিন্তাভাবনা। প্রত্যেক গ্র্যাজুয়েট বিসিএস ক্যাডার হতে চায়, তবে এর জন্য সবচেয়ে প্রয়োজন পূর্ণাঙ্গ ও সাজানো প্রস্তুতি। নিজের দুর্বলতা খুঁজে বের করে নিজেকে তৈরি করতে হবে। সব বিষয়ে মনোযোগী হতে হবে। প্রতিযোগী বেশি হওয়ায় সব বিষয়ে পারদর্শী হওয়ার বিকল্প কিছু নেই। নতুনদের বলব, রুটিন করে সাজানো ও পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারলে চাকরির বাজারে অনেকটা এগিয়ে থাকবেন।
সবার বিসিএসমুখী হওয়ার কারণ
সম্মান-মর্যাদা-ক্ষমতা সবই বিসিএস ক্যাডারে। তা ছাড়া সরকারি চাকরিতে বিভিন্ন সুযোগ-সুবিধা, যেমন অবসরকালীন ভাতা বা পেনশন, রেশন, বাসস্থান সুবিধা থাকায় তরুণদের আগ্রহ বেড়েছে। বেসরকারি চাকরিতে সুযোগ-সুবিধা কম থাকায় বিসিএসের প্রতি সবার ঝোঁক বেড়েছে; বিশেষ করে বেসরকারি খাতে রয়েছে চাকরির অনিশ্চয়তা, কিন্তু সরকারি চাকরিতে রয়েছে নিশ্চয়তা। এরই পরিপ্রেক্ষিতে অধিকাংশ চাকরিপ্রার্থী সরকারি চাকরিকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। তবে বর্তমানে বেশির ভাগ তরুণ ব্যাংককেন্দ্রিক ক্যারিয়ার নিয়ে ভাবছে। প্রাইভেট সেক্টর আবার জেগে উঠলে সবার ক্ষেত্রে বিসিএস ক্রেজিনেস থাকবে না। সত্যি বলতে, আমাদের যেকোনো কিছুতে ক্রেজিনেস থাকাটা দেশের জন্য মঙ্গলজনক নয়। ক্ষমতা আর স্ট্যাটাসকেন্দ্রিক বাড়তি উদ্দীপনা তৈরি এ কারণেই হচ্ছে।
মো. আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স (৪০তম বিসিএস)।
মো. আবদুল আজিজের জন্ম চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। শৈশব কেটেছে সবুজ-শ্যামল ঘেরা গ্রামের মেঠোপথে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা মো. আবদুল হক প্রবাসে থাকাকালে পরিবারের দায়িত্ব পড়ে মায়ের ওপর। তবু তার আদর, যত্ন, স্নেহ-মমতার কোনো কমতি ছিল না। আবদুল আজিজ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি শেষে ভর্তি হন চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে। সেখান থেকে নিজেকে গড়ে তোলার ব্যাপারে মনোযোগী হন। নিজেকে জানা ও অভিজ্ঞতা বাড়াতে যুক্ত হন রোভার স্কাউটসহ বিভিন্ন সৃজনশীল সংগঠনের সঙ্গে।
পুলিশ ক্যাডার হওয়ার অনুভূতি
ক্যাডার পছন্দে বিসিএস পুলিশ ছিল প্রথম পছন্দ। ছোটবেলা থেকে ঝোঁক ছিল পুলিশ ইউনিফর্ম গায়ে আমি দেশের সেবা করব। বর্তমানে মানুষের সেবায় পুলিশের অবদান অনেক। বিপদে পড়ে যেকোনো সহায়তার জন্য সাধারণ মানুষ পুলিশের কাছে এসে সহায়তা পাচ্ছে। করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। এ ছাড়া ক্ষমতার সুষ্ঠু প্রয়োগ আর জনগণের জন্য কাঙ্ক্ষিত সেবা দেওয়া পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, যা প্রশংসনীয়। নিজের
পছন্দ অনুযায়ী চাকরি পেয়ে আমি সত্যিই আনন্দিত। এবার দেশের সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার লক্ষ্য।
পড়াশোনা যেভাবে কাজে লাগিয়েছি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডিবেটিং সোসাইটিতে যুক্ত হই। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, যা ব্যক্তিজীবনে সব সময় কাজে লাগবে। এ ছাড়া একাডেমিক পরীক্ষা অনার্স-মাস্টার্সে যথাক্রমে সিজিপিএ ৩.৬০ ও সিজিপিএ ৩.৬৫ পেয়েছি। নিজের প্রস্তুতিতে কাউকে আদর্শ হিসেবে ভাবতাম না। সব সময় চিন্তা করতাম আমার স্বপ্নপূরণে অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে এবং প্রচুর বই পড়তে হবে। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষার অল্প অল্প প্রস্তুতি একসময় আমাকে খুব আত্মবিশ্বাসী করে তোলে। বিসিএসের প্রস্তুতি নিয়েছি চতুর্থ বর্ষে। প্রথম বিসিএসে প্রিলিমিনারিতে টিকে যাওয়ার পরে এমবিএ প্রথম সেমিস্টার ফাইনাল দিয়ে লিখিত পরীক্ষা হয়। একই সঙ্গে সেমিস্টার ফাইনালের পড়া পড়েছি, আবার বিসিএসের পড়াও পড়েছি।
যাদের স্বপ্ন বিসিএস
বর্তমানে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস। পড়ালেখার বিষয় যা-ই হোক না কেন, ক্যারিয়ার গড়তে বিসিএস বা সরকারি চাকরিকেই প্রাধান্য দিচ্ছেন বর্তমান প্রজন্মের বেশির ভাগ চাকরিপ্রার্থী। তরুণ প্রজন্মের কাছে বিসিএস সোশ্যাল স্ট্যাটাসকেন্দ্রিক চিন্তাভাবনা। প্রত্যেক গ্র্যাজুয়েট বিসিএস ক্যাডার হতে চায়, তবে এর জন্য সবচেয়ে প্রয়োজন পূর্ণাঙ্গ ও সাজানো প্রস্তুতি। নিজের দুর্বলতা খুঁজে বের করে নিজেকে তৈরি করতে হবে। সব বিষয়ে মনোযোগী হতে হবে। প্রতিযোগী বেশি হওয়ায় সব বিষয়ে পারদর্শী হওয়ার বিকল্প কিছু নেই। নতুনদের বলব, রুটিন করে সাজানো ও পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারলে চাকরির বাজারে অনেকটা এগিয়ে থাকবেন।
সবার বিসিএসমুখী হওয়ার কারণ
সম্মান-মর্যাদা-ক্ষমতা সবই বিসিএস ক্যাডারে। তা ছাড়া সরকারি চাকরিতে বিভিন্ন সুযোগ-সুবিধা, যেমন অবসরকালীন ভাতা বা পেনশন, রেশন, বাসস্থান সুবিধা থাকায় তরুণদের আগ্রহ বেড়েছে। বেসরকারি চাকরিতে সুযোগ-সুবিধা কম থাকায় বিসিএসের প্রতি সবার ঝোঁক বেড়েছে; বিশেষ করে বেসরকারি খাতে রয়েছে চাকরির অনিশ্চয়তা, কিন্তু সরকারি চাকরিতে রয়েছে নিশ্চয়তা। এরই পরিপ্রেক্ষিতে অধিকাংশ চাকরিপ্রার্থী সরকারি চাকরিকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। তবে বর্তমানে বেশির ভাগ তরুণ ব্যাংককেন্দ্রিক ক্যারিয়ার নিয়ে ভাবছে। প্রাইভেট সেক্টর আবার জেগে উঠলে সবার ক্ষেত্রে বিসিএস ক্রেজিনেস থাকবে না। সত্যি বলতে, আমাদের যেকোনো কিছুতে ক্রেজিনেস থাকাটা দেশের জন্য মঙ্গলজনক নয়। ক্ষমতা আর স্ট্যাটাসকেন্দ্রিক বাড়তি উদ্দীপনা তৈরি এ কারণেই হচ্ছে।
মো. আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স (৪০তম বিসিএস)।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে