মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)
সরকারি নির্দেশনা থাকলেও দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের নামে কোনো সড়কের নামকরণ করা হয়নি। এ বিষয়ে নির্দেশ আসার দুই বছর হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ তাঁদের পরিবারের সদস্যরা।
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা আছেন ৩৫০ জন। তাঁদের মধ্যে ১০৫ জন যুদ্ধাহত ভাতা এবং ২৪৫ জন সম্মানী ভাতা পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়। তবে ফুলবাড়ীতে এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মুক্তিযোদ্ধাদের।
উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামবাসী প্রয়াত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের নামে একটি সড়কের নামকরণসহ তা পাকা করতে গত ১৯ সেপ্টেম্বর আবেদন করেছেন।
মুক্তিযোদ্ধা এছার উদ্দিন বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আবারও মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে কথা হবে।’
আরেক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কথা হলে বেতদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস বলেন, ‘কিছুদিন আগে আইডিভুক্ত সড়ক নামকরণের বিষয়ে আমাদের কাছে চাহিদা চাওয়া হয়, তবে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়টি জানা নেই।’
তবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএনও মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘সড়ক নামকরণের বিষয়ে সব চেয়ারম্যানের কাছে চাহিদা চাওয়া হয়েছে। তাঁরা চাহিদা না দেওয়ার কারণে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এবারের মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলা হবে।’
যোগাযোগ করা হলে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন জানান, মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়ে তিনি জানেন না। তাঁকে লিখিত কোনো চিঠিও দেওয়া হয়নি। তবে পৌর পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে পৌর শহরের সড়কগুলোর নামকরণের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, সড়ক নামকরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সরকারি নির্দেশনা থাকলেও দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের নামে কোনো সড়কের নামকরণ করা হয়নি। এ বিষয়ে নির্দেশ আসার দুই বছর হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ তাঁদের পরিবারের সদস্যরা।
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা আছেন ৩৫০ জন। তাঁদের মধ্যে ১০৫ জন যুদ্ধাহত ভাতা এবং ২৪৫ জন সম্মানী ভাতা পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়। তবে ফুলবাড়ীতে এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মুক্তিযোদ্ধাদের।
উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামবাসী প্রয়াত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের নামে একটি সড়কের নামকরণসহ তা পাকা করতে গত ১৯ সেপ্টেম্বর আবেদন করেছেন।
মুক্তিযোদ্ধা এছার উদ্দিন বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আবারও মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে কথা হবে।’
আরেক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কথা হলে বেতদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস বলেন, ‘কিছুদিন আগে আইডিভুক্ত সড়ক নামকরণের বিষয়ে আমাদের কাছে চাহিদা চাওয়া হয়, তবে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়টি জানা নেই।’
তবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএনও মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘সড়ক নামকরণের বিষয়ে সব চেয়ারম্যানের কাছে চাহিদা চাওয়া হয়েছে। তাঁরা চাহিদা না দেওয়ার কারণে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এবারের মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলা হবে।’
যোগাযোগ করা হলে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন জানান, মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়ে তিনি জানেন না। তাঁকে লিখিত কোনো চিঠিও দেওয়া হয়নি। তবে পৌর পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে পৌর শহরের সড়কগুলোর নামকরণের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, সড়ক নামকরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে