Ajker Patrika

যৌথ শিক্ষা ও গবেষণা বিষয়ক সমঝোতা

খুবি প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ৪০
যৌথ শিক্ষা ও গবেষণা বিষয়ক সমঝোতা

যৌথ শিক্ষা ও গবেষণায় যুক্তরাজ্যের এক্সিটর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন খুবির উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ইউনিভার্সিটি অব এক্সিটর এর পক্ষে স্বাক্ষর করেন ইনোভেশন, ইমপ্যাক্ট অ্যান্ড বিজনেসের ভারপ্রাপ্ত পরিচালক ক্রিস ইভান্স। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক ড. মো. গোলাম সরোয়ার ও অধ্যাপক ড. শেখ মোস্তাফিজুর রহমান।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় যৌথ উদ্যোগে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস নিয়ে গবেষণা প্রকল্প গ্রহণ, গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে মাস্টার্স এবং পিএইচডি ছাত্র বিনিময়, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও রিসার্চ স্কলারদের বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া স্বল্পমেয়াদি একাডেমিক কর্মসূচি প্রণয়ন ও অংশগ্রহণ, গবেষণা সুবিধার আওতায় বিভিন্ন পুকুরে পরীক্ষা পরিচালন, গবেষণাগারের যন্ত্রপাতি ব্যবহার এবং নমুনা পরীক্ষার সুবিধাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত