শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন ও দৌলতখান থেকে ফিরে
স্বাধীনতার আগে বাকেরগঞ্জের অধীনে থাকাকালীন দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ছিল ভোলা-২ আসন। স্বাধীনতার পর ১৯৭২ সালে এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন সংবিধানপ্রণেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষাসৈনিক রেজা-এ-করিম চৌধুরী (চুন্নু মিয়া)। এই আসনেই ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
পরিসংখ্যান বলছে, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বোরহানউদ্দিন ও দৌলতখান নিয়ে আসনটি পুনর্বিন্যস্ত হওয়ার পর ১৯৮৬ সালে সংসদ সদস্য হন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। এর পর থেকে এ আসনে তিনি অনেকবারই জিতেছেন। সর্বশেষ ২০০৮ সালেও তিনি নির্বাচিত হন। তবে ২০১৪ সালে তিনি নিজের ভাতিজা আলী আজম মুকুলকে আসনটি ছেড়ে দেন। এর পর থেকে মুকুলই এ আসনের সংসদ সদস্য।
এরই মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বাইরে থাকা বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (বিজেপি) বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। শুরু করেছেন দৌড়ঝাঁপ। তাঁরা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির শুরু করেছেন। পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। ভোটারদের সঙ্গেও মতবিনিময় করছেন।
সম্প্রতি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আলী আজম মুকুলের যোগাযোগ রয়েছে বেশি। গণসংযোগ ও সাংগঠনিক যোগাযোগের দিক থেকে এগিয়ে আছেন তিনি।
এ বিষয়ে আলী আজম মুকুল বলেন, ‘আমি দুই মেয়াদে এমপি নির্বাচিত হওয়ার পর মেঘনার ভাঙন রোধে কাজসহ এলাকায় অনেক উন্নয়ন করেছি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমি মনোনয়নপ্রত্যাশী।’
তবে মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই তরুণ রাজনীতিবিদ কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. আশিকুর রহমান শান্তও। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। শান্ত সম্প্রতি ভোলায় এসে প্রায় এক সপ্তাহ অবস্থান করে নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সভা ও মতবিনিময় করেছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে কাজ করার জন্যও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক সংসদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউছুফ রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আযাদ হাওলাদারও মনোনয়নপ্রত্যাশী।
এদিকে বিএনপি নেতা-কর্মীরা জানান, একক প্রার্থী হিসেবে মাঠে আছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম। কিন্তু হাফিজ ইব্রাহীম ও তাঁর স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুদকের এক মামলায় তাঁর ১০ বছর ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড হওয়াসহ নানা কারণে খানিকটা কোণঠাসা অবস্থায় থাকলেও রাজনীতির মাঠে তিনি সক্রিয়। মামলা-সংক্রান্ত কারণে তিনি যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, তবে তাঁর ছেলে মারুফ ইব্রাহীম আকাশ প্রার্থী হতে পারেন। বিএনপি নেতা হাফিজ ইব্রাহীম বলেন, তাঁর নির্বাচন করতে আইনি কোনো বাধা নেই। তবে কেন্দ্রীয় শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা শহিদুল্লাহ তালুকদার ও প্রবাসী জাহাঙ্গীর এম আলমও দল থেকে মনোনয়ন চাইছেন। যদিও তাঁদের সঙ্গে এলাকার ও দলীয় নেতা-কর্মীদের যোগাযোগ তেমন নেই।
এ ছাড়া জাতীয় পার্টি (এরশাদ) ভোলা জেলা শাখার সভাপতি কেফায়েত উল্লাহ নজিব, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফাও নিজ নিজ দল থেকে মনোনয়নপ্রত্যাশী।
স্বাধীনতার আগে বাকেরগঞ্জের অধীনে থাকাকালীন দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ছিল ভোলা-২ আসন। স্বাধীনতার পর ১৯৭২ সালে এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন সংবিধানপ্রণেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষাসৈনিক রেজা-এ-করিম চৌধুরী (চুন্নু মিয়া)। এই আসনেই ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
পরিসংখ্যান বলছে, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বোরহানউদ্দিন ও দৌলতখান নিয়ে আসনটি পুনর্বিন্যস্ত হওয়ার পর ১৯৮৬ সালে সংসদ সদস্য হন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। এর পর থেকে এ আসনে তিনি অনেকবারই জিতেছেন। সর্বশেষ ২০০৮ সালেও তিনি নির্বাচিত হন। তবে ২০১৪ সালে তিনি নিজের ভাতিজা আলী আজম মুকুলকে আসনটি ছেড়ে দেন। এর পর থেকে মুকুলই এ আসনের সংসদ সদস্য।
এরই মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বাইরে থাকা বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (বিজেপি) বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। শুরু করেছেন দৌড়ঝাঁপ। তাঁরা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির শুরু করেছেন। পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। ভোটারদের সঙ্গেও মতবিনিময় করছেন।
সম্প্রতি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আলী আজম মুকুলের যোগাযোগ রয়েছে বেশি। গণসংযোগ ও সাংগঠনিক যোগাযোগের দিক থেকে এগিয়ে আছেন তিনি।
এ বিষয়ে আলী আজম মুকুল বলেন, ‘আমি দুই মেয়াদে এমপি নির্বাচিত হওয়ার পর মেঘনার ভাঙন রোধে কাজসহ এলাকায় অনেক উন্নয়ন করেছি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমি মনোনয়নপ্রত্যাশী।’
তবে মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই তরুণ রাজনীতিবিদ কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. আশিকুর রহমান শান্তও। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। শান্ত সম্প্রতি ভোলায় এসে প্রায় এক সপ্তাহ অবস্থান করে নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সভা ও মতবিনিময় করেছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে কাজ করার জন্যও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক সংসদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউছুফ রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আযাদ হাওলাদারও মনোনয়নপ্রত্যাশী।
এদিকে বিএনপি নেতা-কর্মীরা জানান, একক প্রার্থী হিসেবে মাঠে আছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম। কিন্তু হাফিজ ইব্রাহীম ও তাঁর স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুদকের এক মামলায় তাঁর ১০ বছর ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড হওয়াসহ নানা কারণে খানিকটা কোণঠাসা অবস্থায় থাকলেও রাজনীতির মাঠে তিনি সক্রিয়। মামলা-সংক্রান্ত কারণে তিনি যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, তবে তাঁর ছেলে মারুফ ইব্রাহীম আকাশ প্রার্থী হতে পারেন। বিএনপি নেতা হাফিজ ইব্রাহীম বলেন, তাঁর নির্বাচন করতে আইনি কোনো বাধা নেই। তবে কেন্দ্রীয় শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা শহিদুল্লাহ তালুকদার ও প্রবাসী জাহাঙ্গীর এম আলমও দল থেকে মনোনয়ন চাইছেন। যদিও তাঁদের সঙ্গে এলাকার ও দলীয় নেতা-কর্মীদের যোগাযোগ তেমন নেই।
এ ছাড়া জাতীয় পার্টি (এরশাদ) ভোলা জেলা শাখার সভাপতি কেফায়েত উল্লাহ নজিব, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফাও নিজ নিজ দল থেকে মনোনয়নপ্রত্যাশী।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪