Ajker Patrika

দাউদকান্দিতে প্রার্থীর ওপর হামলা, আহত ৮

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ০৯
দাউদকান্দিতে প্রার্থীর ওপর হামলা, আহত ৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নে পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান এএসএম শাহজাহানের ওপর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এতে চেয়ারম্যান প্রার্থী এএসএম শাহজাহাসহ ৬ জন আহত হয়। এর মধ্যে শাহজাহান ও তাঁর কর্মী জুয়েল ও মো. মফিজ খানের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জানা যায়, ইউপি চেয়ারম্যান প্রার্থী এএসএম শাহজাহান তাঁর সমর্থকদের নিয়ে গত বুধবার রাতে চষই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের কাছে দোয়া নিয়ে ফিরছিলেন। পথে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী সোহেল পাটোয়ারীর কর্মী-সমর্থকেরা এলোপাতাড়ি কিল, ঘুষি মারতে থাকেন। এ সময় শাহজাহানসহ ও তাঁর কয়েক জন সমর্থক আহত হন। রাতে তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর তিন কর্মী মো. সিয়াম, মহসিন ও জুলহাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

অপর দিকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহেল পাটোয়ারীর দাবি, ‘রাতে আমার গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এএসএম শাহজাহান আসেন। রাতে না এসে সকালে আসবেন এমন কথা বলার পর আমার কর্মী মো. সজীবকে লাথি মেরে পানিতে ফেলে দেন ও মারধর করেন। এতে আমার কর্মী মো. সজীব ও ফরহাদ আহত হন।’

এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত