চিৎকার শুনে গিয়ে দেখেন দোকানে আগুন জ্বলছে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০৯: ১১
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ০৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি তুষ থেকে লাকড়ি তৈরির কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার ভোরের দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হলুদিয়া শিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ঘর, যন্ত্রপাতি ও মালামালসহ পাঁচ লাখ টাকা হতে পারে বলে অনুমান করেছে কারখানা মালিক আবুবক্কর ছিদ্দিক ওরফে কালা মনু সওদাগর। এ ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ আগুন লাগিয়েছে বলে সন্দেহ করছেন তিনি।

লাকড়ি কারখানার পাশে রাইস মিলসহ বিভিন্ন দোকানপাট অবস্থিত। ঘটনার প্রত্যক্ষদর্শী রাইচ মিলের গাড়ির ড্রাইভার আবদুস সালাম জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে আসার পথে দূর থেকে আগুন দেখে দৌড়ে এসে লাকড়ি কারখানা পুড়তে দেখেন। এ সময় পাশের দোকানে থাকা মো. আলমকে নিয়ে লোকজন ডেকে আনলে রাইস মিল ও দোকানপাট রক্ষা পায়। তবে লাকড়ির মিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

কারখানা মালিক আবুবক্কর ছিদ্দিক জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ৪টা পর্যন্ত কারখানায় তুষ দিয়ে লাকড়ি তৈরি করে বাড়িতে যান। পরে লোকজনের চিৎকার শুনে গিয়ে আগুন জ্বলতে দেখেন।

আবুবক্কর ছিদ্দিক জানান, মিলে কোনো ধরনের আগুন ছিল না, পাশাপাশি বিদ্যুৎ থেকেও কোনো ধরনের আগুন লাগেনি। তাঁর ধারণা, কেউ শত্রুতা করে তাঁর কারখানায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। অথবা পথ দিয়ে যাওয়ার সময় কেউ তুষের ঢিবিতে সিগারেট ফেলে চলে গেছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, তিনি বিষয়টি খোঁজ খবর নিয়েছেন। তবে কেউ আগুন লাগিয়েছে এ ধরনের কোনো সূত্র তিনি পাননি। আরও যাচাই করে তিনি দেখছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, কীভাবে লাকড়ির কারখানা আগুনে পুড়ল কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে অভিযোগ দিলে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত