বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিবছরই ভালোবাসা দিবসে প্রচারের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিভি চ্যানেলগুলো। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচারের জন্যও বিশেষ নাটক তৈরি করে এ দিবসকে সামনে রেখে। এবারও তৈরি হয়েছে একগুচ্ছ নাটক। অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা।
এনটিভিতে ‘ঋণ’
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঋণ’। লিখেছেন সাজিন আহমেদ বাবু, বানিয়েছেন তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
আরটিভিতে ‘প্রেমিক নাম্বার ওয়ান’
রাত ১০টায় প্রচার হবে নাটক ‘প্রেমিক নাম্বার ওয়ান’। লিখেছেন মুনতাহা বৃত্তা, পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, তানজিন তিশা ও মুসাফির সৈয়দ।
বিটিভিতে ‘ফাল্গুনে ভালোবাসার দিন’
রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। সোহরাব হোসেনের গল্প ভাবনায় নাটকটি লিখেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, হিল্লোল ও টুপুর।
এটিএন বাংলায় ‘ভালোবেসে যাই’
রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবেসে যাই’। লিখেছেন মঞ্জুর মরু, বানিয়েছেন রাকেশ বসু। অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজি সিদ্দিকী, জোভান, সাফা কবির প্রমুখ।
মাছরাঙায় ৩ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শাফায়েত মনসুর রানা বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘কে কখন কীভাবে’। এতে থাকছে তিনটি গল্প—‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’ ও ‘অপ্রকাশিত’। অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিণ, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি। মাছরাঙা টেলিভিশনে ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রগুলো।
কাছে আসার ৩ গল্প
ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্পে এবার থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ফাগুন থেকে ফাগুনে’ বানিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। অভিনয়ে সাফা কবীর, সুদীপ বিশ্বাস দীপ। ‘নাইস টু মিট ইউ’ বানিয়েছেন রাসেল সিকদার। অভিনয়ে মুমতাহিনা টয়া, তামিম মৃধা। ‘আর থেকো না দূরে’ বানিয়েছেন রাকা নোশিন নাওয়ার। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সুনেহরা। এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এগুলো।
নিশো-মেহ্জাবীনের ‘লাফ’
‘লাফ’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। মুক্তি পাবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।
নিশো-সাবিলার ‘ক্রসকানেকশন’
আফরান নিশো ও সাবিলা নূর জুটি হয়ে অভিনয় করেছেন ‘ক্রস কানেকশন’ নাটকে। জাকারিয়া সৌখিন নির্মিত এ নাটকে দেখানো হয়েছে ল্যান্ডফোনের দিনগুলোর গল্প। মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
অপূর্ব-সাবিলার তিন নাটক
ভালোবাসা দিবসের তিনটি নাটকে জুটি হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। রুবেল হাসান নির্মিত ‘হৃদয় জুড়ে’ মুক্তি পাবে ক্লাব ১১ ইউটিউব চ্যানেলে। একই নির্মাতার ‘স্পাই লাভ’ দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বি.ইউ শুভ নির্মিত ‘মিস্টার নার্ভাস’।
প্রতিবছরই ভালোবাসা দিবসে প্রচারের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিভি চ্যানেলগুলো। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচারের জন্যও বিশেষ নাটক তৈরি করে এ দিবসকে সামনে রেখে। এবারও তৈরি হয়েছে একগুচ্ছ নাটক। অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা।
এনটিভিতে ‘ঋণ’
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঋণ’। লিখেছেন সাজিন আহমেদ বাবু, বানিয়েছেন তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
আরটিভিতে ‘প্রেমিক নাম্বার ওয়ান’
রাত ১০টায় প্রচার হবে নাটক ‘প্রেমিক নাম্বার ওয়ান’। লিখেছেন মুনতাহা বৃত্তা, পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, তানজিন তিশা ও মুসাফির সৈয়দ।
বিটিভিতে ‘ফাল্গুনে ভালোবাসার দিন’
রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। সোহরাব হোসেনের গল্প ভাবনায় নাটকটি লিখেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, হিল্লোল ও টুপুর।
এটিএন বাংলায় ‘ভালোবেসে যাই’
রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবেসে যাই’। লিখেছেন মঞ্জুর মরু, বানিয়েছেন রাকেশ বসু। অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজি সিদ্দিকী, জোভান, সাফা কবির প্রমুখ।
মাছরাঙায় ৩ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শাফায়েত মনসুর রানা বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘কে কখন কীভাবে’। এতে থাকছে তিনটি গল্প—‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’ ও ‘অপ্রকাশিত’। অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিণ, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি। মাছরাঙা টেলিভিশনে ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রগুলো।
কাছে আসার ৩ গল্প
ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্পে এবার থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ফাগুন থেকে ফাগুনে’ বানিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। অভিনয়ে সাফা কবীর, সুদীপ বিশ্বাস দীপ। ‘নাইস টু মিট ইউ’ বানিয়েছেন রাসেল সিকদার। অভিনয়ে মুমতাহিনা টয়া, তামিম মৃধা। ‘আর থেকো না দূরে’ বানিয়েছেন রাকা নোশিন নাওয়ার। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সুনেহরা। এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এগুলো।
নিশো-মেহ্জাবীনের ‘লাফ’
‘লাফ’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। মুক্তি পাবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।
নিশো-সাবিলার ‘ক্রসকানেকশন’
আফরান নিশো ও সাবিলা নূর জুটি হয়ে অভিনয় করেছেন ‘ক্রস কানেকশন’ নাটকে। জাকারিয়া সৌখিন নির্মিত এ নাটকে দেখানো হয়েছে ল্যান্ডফোনের দিনগুলোর গল্প। মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
অপূর্ব-সাবিলার তিন নাটক
ভালোবাসা দিবসের তিনটি নাটকে জুটি হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। রুবেল হাসান নির্মিত ‘হৃদয় জুড়ে’ মুক্তি পাবে ক্লাব ১১ ইউটিউব চ্যানেলে। একই নির্মাতার ‘স্পাই লাভ’ দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বি.ইউ শুভ নির্মিত ‘মিস্টার নার্ভাস’।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে