বিনোদন প্রতিবেদক, ঢাকা
সামনেই জাতীয় নির্বাচন। তাই ব্যস্ততার শেষ নেই সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের। সেই ব্যস্ততার মাঝেই নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন মমতাজ। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার টাইটেল গান এটি। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ এমন কথায় সিচুয়েশনাল গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। গত রোববার পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং হয় গানটির।
নতুন গান নিয়ে মমতাজ বলেন, ‘সিনেমার গান গাইতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। যাপিত জীবন সিনেমার এই গানটির কথা ও সুর এত চমৎকার যে মনটা ভরে গেছে আমার। আবেগ ও দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে সেই রায় দেবেন শ্রোতারা। প্রতিটি গান গাওয়া শেষে অনুধাবন করতে পারি যে গানটা শ্রোতাদের কেমন লাগতে পারে। এই গান নিয়ে আমার অনেক প্রত্যাশা।’
এ প্রসঙ্গে নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘মমতাজ আপার কণ্ঠে গানটি ভিন্ন এক মাত্রা পেয়েছে। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখ্যা করে বোঝানোর মতো নয়। এমন একটি গান আমার সিনেমাকে এগিয়ে নিয়ে গেল আরও এক ধাপ। আমার বিশ্বাস, গানটি সবার মন জয় করে নেবে।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমার গল্পে। ইতিমধ্যে শেষ হয়েছে দৃশ্যধারণের কাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
সামনেই জাতীয় নির্বাচন। তাই ব্যস্ততার শেষ নেই সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের। সেই ব্যস্ততার মাঝেই নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন মমতাজ। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার টাইটেল গান এটি। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ এমন কথায় সিচুয়েশনাল গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। গত রোববার পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং হয় গানটির।
নতুন গান নিয়ে মমতাজ বলেন, ‘সিনেমার গান গাইতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। যাপিত জীবন সিনেমার এই গানটির কথা ও সুর এত চমৎকার যে মনটা ভরে গেছে আমার। আবেগ ও দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে সেই রায় দেবেন শ্রোতারা। প্রতিটি গান গাওয়া শেষে অনুধাবন করতে পারি যে গানটা শ্রোতাদের কেমন লাগতে পারে। এই গান নিয়ে আমার অনেক প্রত্যাশা।’
এ প্রসঙ্গে নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘মমতাজ আপার কণ্ঠে গানটি ভিন্ন এক মাত্রা পেয়েছে। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখ্যা করে বোঝানোর মতো নয়। এমন একটি গান আমার সিনেমাকে এগিয়ে নিয়ে গেল আরও এক ধাপ। আমার বিশ্বাস, গানটি সবার মন জয় করে নেবে।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমার গল্পে। ইতিমধ্যে শেষ হয়েছে দৃশ্যধারণের কাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
১ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
১ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
১ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
১ দিন আগে