পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বছরের হিসেবে পেরিয়ে গেছে ২৫ বছর। দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে সহপাঠীদের পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। গান, আবৃত্তি, গল্প, আড্ডা আর স্মৃতিচারণে প্রাক্তন শিক্ষার্থীরা হারিয়ে যান পঁচিশ বছর আগের আনন্দ-উচ্ছল দিনগুলোতে। ‘এসো মিলি প্রাণের ক্যাম্পাসে, স্বপ্ন রঙিন দিনগুলো যেখায় ভাসে’ স্লোগানে গতকাল শনিবার খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চবিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দেখা যায়, বিদ্যালয় মাঠে সাজানো প্যান্ডেল। মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালনা করছেন প্রাক্তন ছাত্র মোবারক হোসেন। তিনি এখন ব্যবসায়ী। অপর উপস্থাপিকা প্রাক্তন ছাত্রী ডলি রাণী সাহা পেশায় শিক্ষিকা। ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে বিদ্যালয়ে এসেছিলেন প্রাক্তনেরা। সপরিবারে তাঁরা প্রাণের ক্যাম্পাসে মিলিত হন। শিক্ষিকা সবিতা চাকমা আপ্লুত হয়ে প্রাক্তন ছাত্রীদের জড়িয়ে ধরেন। শিক্ষকেরাও তাঁদের প্রাক্তন ছাত্রদের মমতায় জড়িয়ে রাখেন।
বিদ্যালয়ের লোকান্তরিত শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান শিক্ষক অলি আহাম্মদের হাতে’ ৯৬ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়কে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী।
কথা হয় জাহাঙ্গীর আলম, সবুজ ত্রিপুরা, কামরুল হাসান, আলপনা দে, শাহানা আক্তার, মাহবুবা সুলতানাসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, বর্তমানে সবাই সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণী পেশায় আছেন। পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করে তাঁরা কিশোর সময়টার কথা ভুলতে বসেছে। অনেক দিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
বছরের হিসেবে পেরিয়ে গেছে ২৫ বছর। দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে সহপাঠীদের পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। গান, আবৃত্তি, গল্প, আড্ডা আর স্মৃতিচারণে প্রাক্তন শিক্ষার্থীরা হারিয়ে যান পঁচিশ বছর আগের আনন্দ-উচ্ছল দিনগুলোতে। ‘এসো মিলি প্রাণের ক্যাম্পাসে, স্বপ্ন রঙিন দিনগুলো যেখায় ভাসে’ স্লোগানে গতকাল শনিবার খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চবিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দেখা যায়, বিদ্যালয় মাঠে সাজানো প্যান্ডেল। মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালনা করছেন প্রাক্তন ছাত্র মোবারক হোসেন। তিনি এখন ব্যবসায়ী। অপর উপস্থাপিকা প্রাক্তন ছাত্রী ডলি রাণী সাহা পেশায় শিক্ষিকা। ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে বিদ্যালয়ে এসেছিলেন প্রাক্তনেরা। সপরিবারে তাঁরা প্রাণের ক্যাম্পাসে মিলিত হন। শিক্ষিকা সবিতা চাকমা আপ্লুত হয়ে প্রাক্তন ছাত্রীদের জড়িয়ে ধরেন। শিক্ষকেরাও তাঁদের প্রাক্তন ছাত্রদের মমতায় জড়িয়ে রাখেন।
বিদ্যালয়ের লোকান্তরিত শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান শিক্ষক অলি আহাম্মদের হাতে’ ৯৬ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়কে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী।
কথা হয় জাহাঙ্গীর আলম, সবুজ ত্রিপুরা, কামরুল হাসান, আলপনা দে, শাহানা আক্তার, মাহবুবা সুলতানাসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, বর্তমানে সবাই সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণী পেশায় আছেন। পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করে তাঁরা কিশোর সময়টার কথা ভুলতে বসেছে। অনেক দিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে