প্রথম সিরিজে সাহসী সোনাক্ষী

বিনোদন ডেস্ক
Thumbnail image

সালমান খানের সঙ্গে ‘দাবাং’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী সিনহা। সিনেমাটিতে পুলিশ কর্মকর্তা চুলবুল পান্ডের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ক্যারিয়ারের এক যুগের বেশি সময়ে অনেক আলোচিত কাজ উপহার দেওয়ার পর সোনাক্ষী এবার নিজেই পুলিশ কর্মকর্তা। গতকাল মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দাহাড়’-এর ট্রেলার। এটি দিয়েই ওয়েব প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সোনাক্ষীর। প্রথম সিরিজের ট্রেলারে সাহসী পুলিশের চরিত্রে নজর কাড়লেন অভিনেত্রী।

‘দাহাড়’ সিরিজের প্রেক্ষাপট ভারতের একটি গ্রাম। সেখানকার এক থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত অঞ্জলী ভাটি (সোনাক্ষী)। হাসি, মজা, খুনসুটি আর মাঝেমধ্যে কিছু মামলার তদন্ত—এভাবেই কেটে যায় সময়। এর মধ্যে দুই নারীর আত্মহত্যার ঘটনা ভাঁজ ফেলে পুলিশ কর্মকর্তা অঞ্জলীর কপালে। ওই দুই নারী আত্মহত্যা করেছে পাবলিক টয়লেটে। ঘটনা অনুসন্ধান করে দুটি মৃত্যুর লক্ষণ একই বলে মনে হয় তার। বিষয়টি নিয়ে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা খুব একটা পাত্তা দিতে চায় না। গোপনে তদন্তে নামে অঞ্জলী। একে একে খুঁজে পায় ২৭ জন নারীকে, বিভিন্ন সময়ে যারা আত্মহত্যা করেছে বলে পুলিশ রিপোর্টে এসেছে। কিন্তু অঞ্জলী বুঝতে পারে, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সবাইকে। আর এসব খুনের পেছনে আছে ভয়ংকর কোনো সিরিয়াল কিলার।

কঠিন গ্রামীণ জীবন, অপরাধ আর রহস্যের অন্ধকারে মোড়া ‘দাহাড়’ সিরিজে সোনাক্ষী যেন একাই এক শ। সিরিজটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘দাহাড় আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এত দিন যত চরিত্রে অভিনয় করেছি, অঞ্জলী ভাটি চরিত্রটি একেবারেই আলাদা। সে শুধু সাহসীই নয়, সব সময় এমন কিছু করতে চায়, যেটা অন্যদের জন্য আদর্শ হয়ে থাকবে। দর্শকদের সিরিজটি দেখানোর অপেক্ষায় আছি।’

‘দাহাড়’ পরিচালনা করেছেন রীমা কাগতি ও রুচিতা ওবেরয়। নির্বাহী প্রযোজক রিতেশ সিদ্ধানী, ফারহান আখতার, রীমা কাগতি ও জোয়া আখতার। প্রধান চরিত্রে আছেন সোনাক্ষী, অন্যান্য চরিত্রে বিজয় ভার্মা, গুলশান দেভাইয়া, সোহম শাহ প্রমুখ। ১২ মে আমাজন প্রাইমে মুক্তি পাবে আট পর্বের সিরিজটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত