Ajker Patrika

গাজীপুর-৪ আসন: লড়াই তাজউদ্দীনের মেয়ে-ভাগনের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৪ আসন: লড়াই তাজউদ্দীনের মেয়ে-ভাগনের

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি এবং ভাগনে আলম আহমেদের মধ্যে ভোটের মাঠের লড়াই জমে উঠেছে। এই আসনে নৌকার প্রার্থী সিমিন আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আলম।

ফুফাতো ভাই আলম আহমেদের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে লড়ছেন রিমি। ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠেও প্রচার চালাচ্ছেন তিনি।

জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপের অভিযোগে এই আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে, ১৩ ডিসেম্বর কমিশন আবেদন খারিজ করে দেয়। পরে আলম তাঁর বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এই আদেশের ফলে আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচার চালাচ্ছেন।

অপরদিকে, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেন রিমি। বুধবার চেম্বার আদালত তা মঞ্জুর করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত