যুবকদের এলইডিতে আলোকিত গ্রামের রাস্তা

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১১: ০৩
Thumbnail image

সন্ধ্যা নামলে গ্রামের রাস্তায় অন্ধকারে টর্চলাইটের আলোই ছিল ভরসা। তবে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকায় সেই দৃশ্য বদলে দিয়েছে ‘চৈতাবাতর যুবসমাজ’ নামের একটি সামাজিক সংগঠন। প্রবাসীদের পাঠানো অর্থ ও সংগঠনের সদস্যদের টাকায় এলইডি প্রযুক্তির লাইট বসিয়ে আলোকিত করা হচ্ছে রাস্তাঘাট।

সরেজমিনে দেখা যায়, তেলের বোতলের ভেতরে একটি এলইডি প্রযুক্তির লাইট ও পাইপ দিয়ে বিদ্যুতের তার যুক্ত করে তৈরি ল্যাম্প রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে। আর এতে নিরাপদে চলাফেরা করছেন এলাকার মানুষ। কমেছে চুরি-ছিনতাইয়ের ঘটনা।

সংগঠনের সদস্য আসিফ বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে ১ মার্চ থেকে বৈধ সংযোগের মাধ্যমে এলাকায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। এলাকার বিভিন্ন পয়েন্টে ২০টি লাইট লাগানো হয়েছে। পরে আরও ৭-৮টি লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে। আমরা এই কাজটি শেষ করতে পারলে পুরো এলাকা আলোকিত হবে। সংগঠনে প্রায় ৫০ জন সদস্য রয়েছে। রাস্তা আলোকিত করতে পারলে আমাদের এলাকা থেকে মাদক ও ছিনতাই দূর হবে বলে আশা করছি। এলাকার মুরব্বিরা আলোয় চলাচল করতে পারবেন। সংগঠনের সদস্যদের বাড়ি থেকে এই লাইটের লাইন দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত