ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় ছিল বায়ার্ন মিউনিখের। তবে গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ে সেই সংখ্যাটা কমে এসেছে। সপ্তম সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় ছিল পিএসজির। দ্বিতীয় রাউন্ড শেষে সংখ্যাটা কমে এলেও বিশ্বকাপে সবচেয়ে সফল ফরাসি ক্লাবের খেলোয়াড়রা। প্যারিসে তারকার হাট বসানো পিএসজির কাতারি মালিক নাসের আল-খেলাইফির জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!
এরই মধ্যে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনা। এই তিন দলকে ভাবা হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার। আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার ও মারকুইনহোস এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে যদি শিরোপা জেতেন তবে তাঁদের আনন্দ কি ছুঁয়ে যাবে না খেলাইফিকে? এই চার তারকাই খেলেন পিএসজিতে। নিজেদের দলের কোচের অন্যতম ভরসাও তাঁরা।
কাতারি ধনকুবের খেলাইফিও হয়তো চাইবেন তাঁর দলের কারও হাতে উঠুক বিশ্বকাপের শিরোপা। এবার তাঁর দেশেই হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার এই লড়াই।
মরুর বুকে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনে তাঁর ভূমিকাটাও ছিল অগ্রগণ্য। চার দিন আগে খেলাইফি জানিয়েছেন, এটাই বিশ্বকাপ ইতিহাসের সেরা আসর।
খেলাইফির এই কথার সঙ্গে হয়তো অনেকে এক মত নাও হতে পারেন। তবে এই বিশ্বকাপের শুরু থেকে যেভাবে দৈত্যবধের সঙ্গে প্রত্যাবর্তনের গল্প লেখা শুরু হয়েছে, সেটা যেন টুর্নামেন্টকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। আর মেসি-নেইমার-এমবাপ্পেদের জাদু তো চলছেই।
সৌদি আরবের বিপক্ষে শুরুতে হোঁচট খেলেও মেসির নৈপুণ্যে আর্জেন্টিনা চলে গেছে শেষ আটে। ৩ গোলের সঙ্গে এক অ্যাসিস্টও করেছেন তিনি। সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। এমবাপ্পে ইতিমধ্যে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেছেন তিনি। মেসি-নেইমার-এমবাপ্পের একজন শিরোপা জিতলে তাতে খুশি হবে খেলাইফির পিএসজিও।
কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় ছিল বায়ার্ন মিউনিখের। তবে গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ে সেই সংখ্যাটা কমে এসেছে। সপ্তম সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় ছিল পিএসজির। দ্বিতীয় রাউন্ড শেষে সংখ্যাটা কমে এলেও বিশ্বকাপে সবচেয়ে সফল ফরাসি ক্লাবের খেলোয়াড়রা। প্যারিসে তারকার হাট বসানো পিএসজির কাতারি মালিক নাসের আল-খেলাইফির জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!
এরই মধ্যে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনা। এই তিন দলকে ভাবা হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার। আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার ও মারকুইনহোস এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে যদি শিরোপা জেতেন তবে তাঁদের আনন্দ কি ছুঁয়ে যাবে না খেলাইফিকে? এই চার তারকাই খেলেন পিএসজিতে। নিজেদের দলের কোচের অন্যতম ভরসাও তাঁরা।
কাতারি ধনকুবের খেলাইফিও হয়তো চাইবেন তাঁর দলের কারও হাতে উঠুক বিশ্বকাপের শিরোপা। এবার তাঁর দেশেই হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার এই লড়াই।
মরুর বুকে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনে তাঁর ভূমিকাটাও ছিল অগ্রগণ্য। চার দিন আগে খেলাইফি জানিয়েছেন, এটাই বিশ্বকাপ ইতিহাসের সেরা আসর।
খেলাইফির এই কথার সঙ্গে হয়তো অনেকে এক মত নাও হতে পারেন। তবে এই বিশ্বকাপের শুরু থেকে যেভাবে দৈত্যবধের সঙ্গে প্রত্যাবর্তনের গল্প লেখা শুরু হয়েছে, সেটা যেন টুর্নামেন্টকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। আর মেসি-নেইমার-এমবাপ্পেদের জাদু তো চলছেই।
সৌদি আরবের বিপক্ষে শুরুতে হোঁচট খেলেও মেসির নৈপুণ্যে আর্জেন্টিনা চলে গেছে শেষ আটে। ৩ গোলের সঙ্গে এক অ্যাসিস্টও করেছেন তিনি। সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। এমবাপ্পে ইতিমধ্যে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেছেন তিনি। মেসি-নেইমার-এমবাপ্পের একজন শিরোপা জিতলে তাতে খুশি হবে খেলাইফির পিএসজিও।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে