Ajker Patrika

বিরামপুরে দাম বেড়েছে তেল, মসলা, মুরগির

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ০৮
বিরামপুরে দাম বেড়েছে তেল, মসলা, মুরগির

বিরামপুরে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে তেল, মসলা, ডাল ও দেশি মুরগির দাম। খুচরা বাজারে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে এসব পণ্যের দাম।

ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খুচরা ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। তবে অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আগের দামের চেয়ে কিছুটা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও কাঁচামরিচ। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। পেঁপে ৩০ টাকা, শসা ৪০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ টাকা, প্রতি কেজি বেগুন ৪০ টাকা, করলা ৫০ টাকা, দেশি টমেটো ৭০ টাকা, শিম ৮০ টাকা।

এদিকে খুচরা বাজারে প্রতি লিটার পাম অয়েল ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন লিটারপ্রতি ১৫২ থেকে ১৫৪ টাকায় বিক্রি হচ্ছে। সরিষার তেল কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

বাজারের খুচরা ব্যবসায়ী সান্টু সাহ্ বলেন, পাইকারি বাজারে সয়াবিন, পাম অয়েল, চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া তিনি অধিকাংশ মসলার দাম বেড়েছে। কালো ফল ৮০০ টাকা থেকে এক লাফে ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কাঁচা সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন জানান, পাইকারি বাজারে সবজির দাম গত ১৫ দিনের তুলনায় কিছুটা কমেছে। এ ছাড়া কাঁচামরিচ এলাকায় বেশি চাষ হওয়ায় দাম কমেছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত