Ajker Patrika

প্রতিকূলতার মধ্যেও টিকে আছে বাঁশ ও বেতশিল্প

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৩: ৩৩
প্রতিকূলতার মধ্যেও টিকে আছে বাঁশ ও বেতশিল্প

নানা প্রতিকূলতার মধ্যেও আগৈলঝাড়া উপজেলার শতাধিক পরিবার পেশা হিসেবে বাঁশ ও বেতশিল্পকে আঁকড়ে ধরে আছে এখনো। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি সাহায্য চেয়েছেন তাঁরা।

উপজেলার সাহেবেরহাট, বাকাল, উত্তর শিহিপাশা, বড়মগরা, জোবারপাড় ও রাজিহার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত মানুষগুলোর বাস। জানা যায়, বহু বছর আগে থেকেই এই গ্রামগুলোতে বাঁশ-বেত শিল্পের প্রসার ঘটে। শিল্পীরা তাদের সুনিপুণ হাতে তৈরি করে আসছেন পরিবেশবান্ধব নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এগুলোর মধ্যে আছে শিতলপাটি, চাঁটাই, ডুলি, হাতপাখা, ডুলা, খালুই, সাঁজি, ফুলের ঝড়া, আগৈল (ঝুড়ি), আমডালা, ওড়া, পাইছা, ঝুড়ি, কুলা, মোড়া, খাঁচা প্রভৃতি।

শিল্পের সঙ্গে জড়িত কালা বৈদ্য, সন্টু বৈরাগী জানান, ঐতিহ্যবাহী বাঁশ বেত শিল্প এখন হুমকির মুখে। বর্তমান বাজারে বিকল্প হিসেবে প্লাস্টিকের নানা দ্রব্যের সহজলভ্যতা অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে এ শিল্পকে। তা ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকেই পেশা বদলের চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, ঐতিহ্যবাহী এ শিল্পটিকে যুগোপযোগী করতে সব ধরনের সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত