দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্বিগুণ মুনাফার কথা বলে দেবিদ্বারের থানার গেট এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে ছিলেন।
মনিরুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন একাধিক ভুক্তভোগী। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল নিশ্চিত করেন দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন ভূঁইয়া।
এদিকে মনিরুল ইসলামকে গ্রেপ্তারের খবর পেয়ে দেবিদ্বার থানায় এসে হাজির হন ১০-১২ জন ভুক্তভোগী। থানার গেট এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম ও শামসুর রহমান জানান, মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী লাকি আক্তার দেবিদ্বার থানার গেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বহু মানুষের সঙ্গে এই দম্পতি সখ্য গড়ে তুলতেন। সেনাবাহিনীতে চাকরির পাশাপাশি মনিরুল বিভিন্ন জেলার সেনা দপ্তরে সরকারি রেশন সরবরাহের ব্যবসায় জড়িত বলেও চেনা-পরিচিতদের জানাতেন। এই ব্যবসায় তাঁর দ্বিগুণ মুনাফা হচ্ছে—এমন প্রলোভন দেখিয়ে থানার গেট এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ও স্বর্ণালংকার নেন। পরে পালিয়ে যান।
অপর ভুক্তভোগী মো. আমির হোসেন আমু বলেন, ‘গুদাম থেকে রেশন কিনে সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরে তা সরবরাহ করে দ্বিগুণ মুনাফা দেবেন বলে তাঁর (মনিরুল) স্ত্রী লাকি আক্তার আমার কাছ থেকে কয়েক দফায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরে এক বছর ধরে তিনি পালিয়ে ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করায় থানায় এসেছি, আমরা আমাদের টাকা ফেরত চাই।’
দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, মনিরুল ইসলাম সেনাবাহিনীর সদস্য ছিলেন। সেনাবাহিনীতে থাকতে স্ত্রীর মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছ থেকে সরকারি রেশন ব্যবসার মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। পরে যখন টাকা-পয়সা নিয়ে লোকজন আদালতে মামলা করতে শুরু করেন তখন তিনি দ্রুত সেনাবাহিনী থেকে অবসর নিয়ে স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যান।
তাঁকে একজন ‘কৌশলী প্রতারক’ উল্লেখ করে এসআই সোহরাব ভূঁইয়া আরও জানান, আদালত তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে মনিরুলকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।
কুমিল্লার দেবিদ্বারে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্বিগুণ মুনাফার কথা বলে দেবিদ্বারের থানার গেট এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে ছিলেন।
মনিরুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন একাধিক ভুক্তভোগী। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল নিশ্চিত করেন দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন ভূঁইয়া।
এদিকে মনিরুল ইসলামকে গ্রেপ্তারের খবর পেয়ে দেবিদ্বার থানায় এসে হাজির হন ১০-১২ জন ভুক্তভোগী। থানার গেট এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম ও শামসুর রহমান জানান, মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী লাকি আক্তার দেবিদ্বার থানার গেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বহু মানুষের সঙ্গে এই দম্পতি সখ্য গড়ে তুলতেন। সেনাবাহিনীতে চাকরির পাশাপাশি মনিরুল বিভিন্ন জেলার সেনা দপ্তরে সরকারি রেশন সরবরাহের ব্যবসায় জড়িত বলেও চেনা-পরিচিতদের জানাতেন। এই ব্যবসায় তাঁর দ্বিগুণ মুনাফা হচ্ছে—এমন প্রলোভন দেখিয়ে থানার গেট এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ও স্বর্ণালংকার নেন। পরে পালিয়ে যান।
অপর ভুক্তভোগী মো. আমির হোসেন আমু বলেন, ‘গুদাম থেকে রেশন কিনে সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরে তা সরবরাহ করে দ্বিগুণ মুনাফা দেবেন বলে তাঁর (মনিরুল) স্ত্রী লাকি আক্তার আমার কাছ থেকে কয়েক দফায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরে এক বছর ধরে তিনি পালিয়ে ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করায় থানায় এসেছি, আমরা আমাদের টাকা ফেরত চাই।’
দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, মনিরুল ইসলাম সেনাবাহিনীর সদস্য ছিলেন। সেনাবাহিনীতে থাকতে স্ত্রীর মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছ থেকে সরকারি রেশন ব্যবসার মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। পরে যখন টাকা-পয়সা নিয়ে লোকজন আদালতে মামলা করতে শুরু করেন তখন তিনি দ্রুত সেনাবাহিনী থেকে অবসর নিয়ে স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যান।
তাঁকে একজন ‘কৌশলী প্রতারক’ উল্লেখ করে এসআই সোহরাব ভূঁইয়া আরও জানান, আদালত তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে মনিরুলকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪