ফারিয়া এজাজ
সময়ের সঙ্গে পরিবর্তন আসে সবকিছুতেই। ফ্যাশন জগৎও এর ব্যতিক্রম নয়। তবে শুধুই যে নতুনত্ব আসে তা-ই নয়, বরং ঘুরেফিরে আসে নানান সময়ের নানান ফ্যাশন। পোশাক, গয়না, ফুটওয়্যারসহ সবকিছুতেই ফিরে আসে সেকেলে ফ্যাশন। সেসব ফ্যাশনই ট্রেন্ড হয়ে যায় কিশোর-কিশোরী, তরুণ-তরুণী থেকে শুরু করে সবার মাঝে।
ট্রেন্ডে ফিরেছে যেসব ফ্যাশন
হাই-ওয়েস্টেড লুজ জিনস
ক্যাজুয়াল গেটআপের জন্য মেয়েদের পছন্দের তালিকায় জিনস ওপরের দিকেই আছে। তবে এখন কিশোরী ও তরুণীদের মাঝে যে জিনস ট্রেন্ড চলছে, সেটি হলো হাই-ওয়েস্টেড লুজ ডেনিম জিনস। গাঢ় রঙের ক্রম টপ বা সাটিন/কটন শার্ট দিয়ে ইন করে চিকন বেল্ট ব্যবহার করা হচ্ছে এখন। আবার ইন ছাড়া এই ডেনিম স্টাইলের প্যান্টের আদলে ওয়াইড লেগ ডেনিম পালাজ্জোও পাওয়া যাচ্ছে।
পাফ স্লিভ
টপস, ব্লাউজ, কামিজ, সোয়েটার থেকে শুরু করে প্রায় সবকিছুতেই এখন তরুণী-কিশোরীদের নতুন ক্রেজ পাফ স্লিভ। সত্তরের দশকের ইংলিশ স্টাইলে জনপ্রিয় এ ফ্যাশনটি বর্তমানে আমাদের দেশীয় পোশাক, যেমন কামিজ, কুর্তি, শাড়ির ব্লাউজে বেশ দেখা যাচ্ছে।
রাউন্ড গ্লাস-ফ্রেমের চশমা
সেই ১৯২০ সালে জনপ্রিয়তার তুঙ্গে ছিল এ ধরনের চশমা। এরপর আবার ঘুরে এসেছিল সত্তরের দশকে। সে সময় জন লেনন ও জেনিস জপলিনের মতো তারকাদের দেখাদেখি হাল ফ্যাশনে আবার জায়গা করে নিয়েছিল এই রাউন্ড গ্লাসেস। বর্তমানে ক্যাজুয়াল লুকের সঙ্গে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে এই গ্লাস-ফ্রেমের চশমা।
চোকার
নব্বইয়ের দশকে পপ স্টারদের আইকনিক লুকের বিভিন্ন জিনিসের মধ্যে একটি ছিল চোকার। স্বাভাবিকভাবেই সেই সময়ে এই চোকার ট্রেন্ডে চলে এসেছিল। এখন আবার ফিরে এসেছে সেই চোকারের জনপ্রিয়তা। তবে আগে শুধু চিকন বা মোটা রিবন বা বেল্ট দিয়ে বানানো চোকারগুলো বেশি জনপ্রিয় ছিল। আর এখন মাল্টি লেয়ারড চোকার বেশি দেখা যাচ্ছে। সেই সঙ্গে সোনা, রুপা, হিরা, অক্সিডাইজ, বিডস, পার্ল সব ম্যাটেরিয়ালের চোকার ট্রেন্ডে আছে।
হেডব্যান্ড
সত্তরের দশকের এই ফ্যাশন অনুষঙ্গটি আবার ফিরে আসবে, তা খুব বেশি ধারণা করেননি ফ্যাশন গুরুরা। এখন, বিশেষ করে বিয়ে, মেহেদি, গায়েহলুদ, ব্রাইডাল শাওয়ার এই অনুষ্ঠানগুলোতে ফ্লোরাল প্যাটার্ন, পার্ল কিংবা মেটালের হেডব্যান্ড ছাড়া যেন কনেদের সাজ পূর্ণ হয় না। এ ছাড়া ওয়েস্টার্ন লুক, বিচ লুকের সঙ্গে পরার জন্য মানানসই ও বিভিন্ন ডিজাইনের হেডব্যান্ড পাওয়া যাচ্ছে বাজারে।
লেদার জ্যাকেট
ষাট বা সত্তরের দশকে শীতকালের ফ্যাশনে আধিপত্য করেছে লেদার জ্যাকেট। সেই ফ্যাশন ট্রেন্ড আবারও ঘুরে এসেছে। আগে পেনসিল জিনসের সঙ্গে এই জ্যাকেট পরার চল ছিল বেশি। আর এখন স্কার্ট, শার্ট, লং শক্স, মিডি ড্রেসের সঙ্গে লেদার জ্যাকেট পরতে দেখা যায়।
রাফেল শাড়ি
হাল ফ্যাশনে ধীরে ধীরে ভালোভাবেই জায়গা করে নিচ্ছে ১৯৭০ দশকের জনপ্রিয় এই শাড়ির স্টাইলটি। বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড গানে অভিনেত্রীর শাড়ি থেকে সে সময়ে ফ্যাশনে জায়গা করে নিয়েছিল রাফেল শাড়ি। আজকাল এই রাফেল শাড়িগুলো রেডি শাড়ি হিসেবেও পাওয়া যাচ্ছে।
সূত্র: ভোগ ও অন্যান্য
সময়ের সঙ্গে পরিবর্তন আসে সবকিছুতেই। ফ্যাশন জগৎও এর ব্যতিক্রম নয়। তবে শুধুই যে নতুনত্ব আসে তা-ই নয়, বরং ঘুরেফিরে আসে নানান সময়ের নানান ফ্যাশন। পোশাক, গয়না, ফুটওয়্যারসহ সবকিছুতেই ফিরে আসে সেকেলে ফ্যাশন। সেসব ফ্যাশনই ট্রেন্ড হয়ে যায় কিশোর-কিশোরী, তরুণ-তরুণী থেকে শুরু করে সবার মাঝে।
ট্রেন্ডে ফিরেছে যেসব ফ্যাশন
হাই-ওয়েস্টেড লুজ জিনস
ক্যাজুয়াল গেটআপের জন্য মেয়েদের পছন্দের তালিকায় জিনস ওপরের দিকেই আছে। তবে এখন কিশোরী ও তরুণীদের মাঝে যে জিনস ট্রেন্ড চলছে, সেটি হলো হাই-ওয়েস্টেড লুজ ডেনিম জিনস। গাঢ় রঙের ক্রম টপ বা সাটিন/কটন শার্ট দিয়ে ইন করে চিকন বেল্ট ব্যবহার করা হচ্ছে এখন। আবার ইন ছাড়া এই ডেনিম স্টাইলের প্যান্টের আদলে ওয়াইড লেগ ডেনিম পালাজ্জোও পাওয়া যাচ্ছে।
পাফ স্লিভ
টপস, ব্লাউজ, কামিজ, সোয়েটার থেকে শুরু করে প্রায় সবকিছুতেই এখন তরুণী-কিশোরীদের নতুন ক্রেজ পাফ স্লিভ। সত্তরের দশকের ইংলিশ স্টাইলে জনপ্রিয় এ ফ্যাশনটি বর্তমানে আমাদের দেশীয় পোশাক, যেমন কামিজ, কুর্তি, শাড়ির ব্লাউজে বেশ দেখা যাচ্ছে।
রাউন্ড গ্লাস-ফ্রেমের চশমা
সেই ১৯২০ সালে জনপ্রিয়তার তুঙ্গে ছিল এ ধরনের চশমা। এরপর আবার ঘুরে এসেছিল সত্তরের দশকে। সে সময় জন লেনন ও জেনিস জপলিনের মতো তারকাদের দেখাদেখি হাল ফ্যাশনে আবার জায়গা করে নিয়েছিল এই রাউন্ড গ্লাসেস। বর্তমানে ক্যাজুয়াল লুকের সঙ্গে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে এই গ্লাস-ফ্রেমের চশমা।
চোকার
নব্বইয়ের দশকে পপ স্টারদের আইকনিক লুকের বিভিন্ন জিনিসের মধ্যে একটি ছিল চোকার। স্বাভাবিকভাবেই সেই সময়ে এই চোকার ট্রেন্ডে চলে এসেছিল। এখন আবার ফিরে এসেছে সেই চোকারের জনপ্রিয়তা। তবে আগে শুধু চিকন বা মোটা রিবন বা বেল্ট দিয়ে বানানো চোকারগুলো বেশি জনপ্রিয় ছিল। আর এখন মাল্টি লেয়ারড চোকার বেশি দেখা যাচ্ছে। সেই সঙ্গে সোনা, রুপা, হিরা, অক্সিডাইজ, বিডস, পার্ল সব ম্যাটেরিয়ালের চোকার ট্রেন্ডে আছে।
হেডব্যান্ড
সত্তরের দশকের এই ফ্যাশন অনুষঙ্গটি আবার ফিরে আসবে, তা খুব বেশি ধারণা করেননি ফ্যাশন গুরুরা। এখন, বিশেষ করে বিয়ে, মেহেদি, গায়েহলুদ, ব্রাইডাল শাওয়ার এই অনুষ্ঠানগুলোতে ফ্লোরাল প্যাটার্ন, পার্ল কিংবা মেটালের হেডব্যান্ড ছাড়া যেন কনেদের সাজ পূর্ণ হয় না। এ ছাড়া ওয়েস্টার্ন লুক, বিচ লুকের সঙ্গে পরার জন্য মানানসই ও বিভিন্ন ডিজাইনের হেডব্যান্ড পাওয়া যাচ্ছে বাজারে।
লেদার জ্যাকেট
ষাট বা সত্তরের দশকে শীতকালের ফ্যাশনে আধিপত্য করেছে লেদার জ্যাকেট। সেই ফ্যাশন ট্রেন্ড আবারও ঘুরে এসেছে। আগে পেনসিল জিনসের সঙ্গে এই জ্যাকেট পরার চল ছিল বেশি। আর এখন স্কার্ট, শার্ট, লং শক্স, মিডি ড্রেসের সঙ্গে লেদার জ্যাকেট পরতে দেখা যায়।
রাফেল শাড়ি
হাল ফ্যাশনে ধীরে ধীরে ভালোভাবেই জায়গা করে নিচ্ছে ১৯৭০ দশকের জনপ্রিয় এই শাড়ির স্টাইলটি। বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড গানে অভিনেত্রীর শাড়ি থেকে সে সময়ে ফ্যাশনে জায়গা করে নিয়েছিল রাফেল শাড়ি। আজকাল এই রাফেল শাড়িগুলো রেডি শাড়ি হিসেবেও পাওয়া যাচ্ছে।
সূত্র: ভোগ ও অন্যান্য
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪