Ajker Patrika

যোগীপাড়ায় সোহাগের নৌকা বাদশার হাতে

বাগমারা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ০৪
যোগীপাড়ায় সোহাগের নৌকা বাদশার হাতে

বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম এফ মাজেদুল হক সোহাগের নৌকা প্রতীক এখন জাহাঙ্গীর আলম বাদশার হাতে। তিনি যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওই ইউনিয়ন পরিষদে ২০১৬ সালে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম এফ মাজেদুল হক সোহাগকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। তবে দুইবারই নির্বাচনের আগে নৌকা প্রতীক হারাতে হয় তাঁকে।

গতকাল ফের যোগীপাড়া ইউনিয়নে জাহাঙ্গীর আলম বাদশার হাতে তুলে দেওয়া হয় নৌকার মনোনয়নপত্র। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৬টি ইউনিয়নে এক যোগে ভোট হবে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর রাজশাহী ও রংপুর আওয়ামী লীগের বিভাগীয় সভায় উপজেলার ১৬ ইউপি থেকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এর মধ্যে যোগীপাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে এম এফ মাজেদুল হক সোহাগের নাম প্রকাশ করা হয়। পরে সোহাগের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে গত নির্বাচনে ভোট করার অভিযোগে তাঁর প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ওই ইউনিয়নে প্রার্থীর তালিকা পরিবর্তনের আভাস পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত