আজকের পত্রিকা ডেস্ক
দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও উপনির্বাচনের ভোট হচ্ছে আজ বুধবার। লক্ষ্মীপুর সদর ও রামগতিতে তিন ইউপিতে, রাঙামাটির লংগদুতে একটি, চাঁদপুরের মতলব দক্ষিণে একটি ইউপিতে ভোট হবে। এ ছাড়া ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউপির একটি ওয়ার্ডের ভোট গ্রহণ হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় তিন ইউপিতে নির্বাচন হচ্ছে। এগুলোর মধ্যে সদর উপজেলার দিঘলীতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া রামগতির বড়খেরী ও চর আবদুল্লাহ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি ইউপির ২৭টি ভোটকেন্দ্রের বেশির ভাগই ঝুঁকিপূর্ণ চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। দিঘলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোটার ও এজেন্টদের হুমকির অভিযোগ করেছেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী। একই অভিযোগ উঠেছে রামগতি উপজেলার বড়খেরী ও চর আবদুল্লাহ ইউপিতেও।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, সদর উপজেলার দিঘলী ও রামগতি উপজেলার বড়খেরী ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং চর আবদুল্লাহ ইউপিতে ব্যালট পেপারে ভোট হবে।’
পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘তিনটি ইউপিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে তিন শ সদস্য নিয়োজিত থাকবেন।’
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ‘শতভাগ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। এর বাইরে যদি কেউ অন্য চিন্তা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাঙামাটি (লংগদু) : রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউপিতে চেয়ারম্যান পদের উপনির্বাচন হচ্ছে। এই ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পুলিন মিত্র চাকমা আদু গত ফেব্রুয়ারিতে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তবে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় স্বতন্ত্র পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রার্থীরা হলেন জহিরুল আলী মিলন, সাইফুল ইসলাম, রতন কুমা চাকমা, প্রণব চাকমা মহাদেব ও বিক্রম চাকমা বলি।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জমির হোসেন জানান, মোট ৯টি কেন্দ্রে ভোট হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে ৯ জন প্রিসাইডিং অফিসার, ৩৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬৬ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপি ইভিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ভোটার রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়নে হাতপাখা প্রতীকে প্রার্থী শরিফুল ইসলাম সুজন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করেছি।’
সোনাগাজী (ফেনী) : ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের ভোট হচ্ছে। এতে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা।
গত বছরের ২৬ ডিসেম্বর নির্বাচনে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলা উদ্দিন ইস্কান্দার সাধারণ সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ গ্রহণের তিন দিনের মাথায় ১৩ ফেব্রুয়ারি মারা যাওয়ায় ওয়ার্ডটি শূন্য হয়। ভোটে তাঁর সহধর্মিণী বিবি কুলসুমও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে কামাল উদ্দিন, মোহাম্মদ আবদ্দুল্যাহ, হাফেজ কামাল, রফিকুল ইসলাম, বিবি কুসুম, নুর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও রফিকুল ইসলাম ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন। বাকি প্রার্থীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাইনুল হক জানান, নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য ও আনসার সদস্যরা সক্রিয় ভূমিকায় থাকবে। এভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে।
দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও উপনির্বাচনের ভোট হচ্ছে আজ বুধবার। লক্ষ্মীপুর সদর ও রামগতিতে তিন ইউপিতে, রাঙামাটির লংগদুতে একটি, চাঁদপুরের মতলব দক্ষিণে একটি ইউপিতে ভোট হবে। এ ছাড়া ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউপির একটি ওয়ার্ডের ভোট গ্রহণ হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় তিন ইউপিতে নির্বাচন হচ্ছে। এগুলোর মধ্যে সদর উপজেলার দিঘলীতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া রামগতির বড়খেরী ও চর আবদুল্লাহ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি ইউপির ২৭টি ভোটকেন্দ্রের বেশির ভাগই ঝুঁকিপূর্ণ চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। দিঘলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোটার ও এজেন্টদের হুমকির অভিযোগ করেছেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী। একই অভিযোগ উঠেছে রামগতি উপজেলার বড়খেরী ও চর আবদুল্লাহ ইউপিতেও।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, সদর উপজেলার দিঘলী ও রামগতি উপজেলার বড়খেরী ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং চর আবদুল্লাহ ইউপিতে ব্যালট পেপারে ভোট হবে।’
পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘তিনটি ইউপিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে তিন শ সদস্য নিয়োজিত থাকবেন।’
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ‘শতভাগ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। এর বাইরে যদি কেউ অন্য চিন্তা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাঙামাটি (লংগদু) : রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউপিতে চেয়ারম্যান পদের উপনির্বাচন হচ্ছে। এই ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পুলিন মিত্র চাকমা আদু গত ফেব্রুয়ারিতে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তবে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় স্বতন্ত্র পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রার্থীরা হলেন জহিরুল আলী মিলন, সাইফুল ইসলাম, রতন কুমা চাকমা, প্রণব চাকমা মহাদেব ও বিক্রম চাকমা বলি।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জমির হোসেন জানান, মোট ৯টি কেন্দ্রে ভোট হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে ৯ জন প্রিসাইডিং অফিসার, ৩৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬৬ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপি ইভিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ভোটার রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়নে হাতপাখা প্রতীকে প্রার্থী শরিফুল ইসলাম সুজন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করেছি।’
সোনাগাজী (ফেনী) : ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের ভোট হচ্ছে। এতে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা।
গত বছরের ২৬ ডিসেম্বর নির্বাচনে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলা উদ্দিন ইস্কান্দার সাধারণ সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ গ্রহণের তিন দিনের মাথায় ১৩ ফেব্রুয়ারি মারা যাওয়ায় ওয়ার্ডটি শূন্য হয়। ভোটে তাঁর সহধর্মিণী বিবি কুলসুমও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে কামাল উদ্দিন, মোহাম্মদ আবদ্দুল্যাহ, হাফেজ কামাল, রফিকুল ইসলাম, বিবি কুসুম, নুর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও রফিকুল ইসলাম ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন। বাকি প্রার্থীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাইনুল হক জানান, নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য ও আনসার সদস্যরা সক্রিয় ভূমিকায় থাকবে। এভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে