মনোহরদী (প্রতিনিধি) নরসিংদী
মনোহরদীতে শাহ সুলতান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহক আমানতের প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সমিতির কার্যালয় তালাবদ্ধ করে কর্মকর্তারা পালিয়ে গেছেন। আমানতকারীরা প্রতিদিন কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন।
আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক ব্যক্তি এই সমিতির উদ্যোক্তা। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিছুদিন আগে তাঁকে বহিষ্কার করা হয়। তিনি নরসিংদীর ঘোড়াদিয়া-সংগীতা রোডের গাজী মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান কার্যালয়ের ঠিকানা দেখিয়ে এনজিওটির কার্যক্রম শুরু করেন।
ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, শাহ সুলতান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে ২০১৩ সালে জেলা সমবায় কার্যালয় থেকে রেজিস্ট্রেশন নিয়ে উপজেলার খিদিরপুর বাজারে শুরু হয় এর ঋণদান কার্যক্রম। পুঁজি সংগ্রহের জন্য ব্যাংক সুদের দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে আকৃষ্ট করে। খিদিরপুরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের ৫ শতাধিক মানুষ গ্রাহক হন। গ্রাহক করার এ কাজে নিয়োজিত ছিলেন পশ্চিম চরমান্দালিয়া গ্রামের ওসমান মৌলভী, মনতলা ফাজিল মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান সাহি ও মো. মফিজ উদ্দিন।
প্রতি মাসে এক লাখ টাকায় ১ হাজার ৪০০ টাকা মুনাফার লোভ দেখিয়ে গ্রামের মানুষদের আকৃষ্ট করা হয়। পশ্চিম চরমান্দালীয়া গ্রামের ওবাইদুল বলেন, ওসমান মৌলভীর প্ররোচনায় ২ লাখ ৫০ হাজার টাকা সমিতিতে জমা রাখেন তিনি। এখন টাকা ফেরত পেতে সমিতি এবং ওসমান মৌলভীর বাড়িতে ধরনা দিয়ে হয়রান হচ্ছেন। ওসমান মৌলভীও এখন আত্মগোপনে।
ওবাইদুলদের প্রতিবেশী নাছিমার জমা রাখেন ২ লাখ টাকা। প্রতিবেশী রুমা জমা রেখেছেন ২ লাখ ৭০ হাজার টাকা। রামপুর গ্রামের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন কুমার বণিক ও তার পরিবারের এক কোটি পাঁচ লাখ টাকা আমানত রেখেছেন। আমানত ফেরত পেতে তাঁরা প্রতিদিনই তালাবদ্ধ সমিতির অফিসে ভিড় জমিয়ে বিক্ষোভ করছেন।
জানতে চাইলে মুজিবুর রহমান সাহি বলেন, তাঁর মাধ্যমে সমিতিতে টাকা জমা হলেও তিনি লাভবান হননি। বরং তাঁর নিজেরই সাড়ে ১৪ লাখ টাকা এবং তাঁর ভাগনে মনতলার আশরাফ আলীর ২ লাখ ৫০ হাজার ও শ্যালিকা কিশোরগঞ্জ শহরের আল আমিনের স্ত্রী রোকেয়ার ৩০ লাখ টাকা সমিতিতে জমা আছে।
তবে সমিতির উদ্যোক্তা আবুল কালাম আজাদ বলেন, সব টাকাই দফায় দফায় নরসিংদীর প্রধান অফিসে জমা হয়েছে। ৬৯ লাখ টাকা এলাকায় ঋণ হিসেবেও বিভিন্ন জনের কাছে রয়েছে। এই অফিসসহ প্রধান অফিসের সব টাকাই বিনিয়োগ হয়েছে নরসিংদীতে শাহ সুলতান নামের কয়েকটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলো ক্রমাগত লোকসান দিয়ে এখন সেসব পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের প্রাপ্য টাকা ফেরত দেওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সমিতির এমডি ফারুক মোল্লা লাপাত্তা হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ‘শাহ সুলতান সমবায় সমিতি তালাবদ্ধ করে কর্মকর্তারা পালিয়ে গেছেন বলে জানতে পেরেছি। তবে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাশেম বলেন, উপজেলা সমবায় কর্মকর্তাকে সমিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মনোহরদীতে শাহ সুলতান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহক আমানতের প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সমিতির কার্যালয় তালাবদ্ধ করে কর্মকর্তারা পালিয়ে গেছেন। আমানতকারীরা প্রতিদিন কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন।
আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক ব্যক্তি এই সমিতির উদ্যোক্তা। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিছুদিন আগে তাঁকে বহিষ্কার করা হয়। তিনি নরসিংদীর ঘোড়াদিয়া-সংগীতা রোডের গাজী মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান কার্যালয়ের ঠিকানা দেখিয়ে এনজিওটির কার্যক্রম শুরু করেন।
ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, শাহ সুলতান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে ২০১৩ সালে জেলা সমবায় কার্যালয় থেকে রেজিস্ট্রেশন নিয়ে উপজেলার খিদিরপুর বাজারে শুরু হয় এর ঋণদান কার্যক্রম। পুঁজি সংগ্রহের জন্য ব্যাংক সুদের দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে আকৃষ্ট করে। খিদিরপুরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের ৫ শতাধিক মানুষ গ্রাহক হন। গ্রাহক করার এ কাজে নিয়োজিত ছিলেন পশ্চিম চরমান্দালিয়া গ্রামের ওসমান মৌলভী, মনতলা ফাজিল মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান সাহি ও মো. মফিজ উদ্দিন।
প্রতি মাসে এক লাখ টাকায় ১ হাজার ৪০০ টাকা মুনাফার লোভ দেখিয়ে গ্রামের মানুষদের আকৃষ্ট করা হয়। পশ্চিম চরমান্দালীয়া গ্রামের ওবাইদুল বলেন, ওসমান মৌলভীর প্ররোচনায় ২ লাখ ৫০ হাজার টাকা সমিতিতে জমা রাখেন তিনি। এখন টাকা ফেরত পেতে সমিতি এবং ওসমান মৌলভীর বাড়িতে ধরনা দিয়ে হয়রান হচ্ছেন। ওসমান মৌলভীও এখন আত্মগোপনে।
ওবাইদুলদের প্রতিবেশী নাছিমার জমা রাখেন ২ লাখ টাকা। প্রতিবেশী রুমা জমা রেখেছেন ২ লাখ ৭০ হাজার টাকা। রামপুর গ্রামের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন কুমার বণিক ও তার পরিবারের এক কোটি পাঁচ লাখ টাকা আমানত রেখেছেন। আমানত ফেরত পেতে তাঁরা প্রতিদিনই তালাবদ্ধ সমিতির অফিসে ভিড় জমিয়ে বিক্ষোভ করছেন।
জানতে চাইলে মুজিবুর রহমান সাহি বলেন, তাঁর মাধ্যমে সমিতিতে টাকা জমা হলেও তিনি লাভবান হননি। বরং তাঁর নিজেরই সাড়ে ১৪ লাখ টাকা এবং তাঁর ভাগনে মনতলার আশরাফ আলীর ২ লাখ ৫০ হাজার ও শ্যালিকা কিশোরগঞ্জ শহরের আল আমিনের স্ত্রী রোকেয়ার ৩০ লাখ টাকা সমিতিতে জমা আছে।
তবে সমিতির উদ্যোক্তা আবুল কালাম আজাদ বলেন, সব টাকাই দফায় দফায় নরসিংদীর প্রধান অফিসে জমা হয়েছে। ৬৯ লাখ টাকা এলাকায় ঋণ হিসেবেও বিভিন্ন জনের কাছে রয়েছে। এই অফিসসহ প্রধান অফিসের সব টাকাই বিনিয়োগ হয়েছে নরসিংদীতে শাহ সুলতান নামের কয়েকটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলো ক্রমাগত লোকসান দিয়ে এখন সেসব পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের প্রাপ্য টাকা ফেরত দেওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সমিতির এমডি ফারুক মোল্লা লাপাত্তা হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ‘শাহ সুলতান সমবায় সমিতি তালাবদ্ধ করে কর্মকর্তারা পালিয়ে গেছেন বলে জানতে পেরেছি। তবে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাশেম বলেন, উপজেলা সমবায় কর্মকর্তাকে সমিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে