চিনিকল চলে তো চলে না

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১২: ০৮

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল। ২০২৩-২৪ অর্থবছরে কলটিতে আখমাড়াইয়ের উদ্বোধনের পর প্রায় অর্ধেক সময় যান্ত্রিক ত্রুটির 

কারণে বন্ধ ছিল। যদিও চিনিকলটির নথি বলছে, ২৩ কার্যদিবসে বন্ধ ছিল ১০৪ ঘণ্টা। এতে চলতি মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিনিকলটির চলতি মাড়াই মৌসুমে ৪০ দিনে ৫০ হাজার টন আখমাড়াই করে ৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত চিনি উৎপাদন হয়েছে মাত্র ৭২০ টন। অর্থাৎ লক্ষ্যমাত্রার ২৪ শতাংশ অর্জন হয়েছে ২৩ দিনে। আখমাড়াই মৌসুম শেষ হতে বাকি আছে ১৭ দিন। ফলে এই অর্ধেকেরও কম সময়ে বাকি ৭৬ শতাংশ চিনি উৎপাদনের লক্ষ্য অর্জন অনেকটাই অসম্ভব বলে মনে করছেন শ্রমিকেরা। 

জানা গেছে, গত ২২ ডিসেম্বর চিনিকলের আখমাড়াই উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম। মাত্র এক দিন পরই বয়লারে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় আখমাড়াই। ১৬ ঘণ্টা পর আবার মাড়াই শুরু হয়। কিন্তু ১৩ ঘণ্টা পর আবারও যান্ত্রিক ত্রুটিতে মাড়াই বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিন কলের যন্ত্র বিভাগের শ্রমিক-কর্মচারীদের চেষ্টায় ৮ ঘণ্টা পর মাড়াই সচল হয়। ফলে মাড়াই শুরুর মাত্র ৪ দিনে ২৪ ঘণ্টাই বন্ধ থাকে কলটি। এভাবে চলতি মৌসুমের ২৩ দিনে প্রায় অর্ধেকটা সময়ই বন্ধ ছিল আখমাড়াই। 

চিনিকলটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে কলটি চালুর আগেই ১ কোটি ৯০ লাখ টাকা বাজেট ধরে যন্ত্রপাতি মেরামতের কাজ করা হয়। কিন্তু মোটা অঙ্কের এ পরিমাণ টাকার পুনঃ মেরামত কোনো কাজে আসেনি। 

শ্রমিকদের অভিযোগ, মেরামতের জন্য এত টাকা খরচ সব গোপনে হয়েছে। আগে এসব কাজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও এখন তা হয় না। তাঁদের অভিযোগ, কল রক্ষণাবেক্ষণের জন্য বড় অঙ্কের এ পরিমাণ টাকা শ্রমিকনেতা ও কর্মকর্তারা নামসর্বস্ব কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছেন। 

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিলের মাড়াই শুরুর আগেই সব ত্রুটিপূর্ণ যন্ত্র পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। চলতি মৌসুমে ১ কোটি ৯০ লাখ টাকার বাজেট ধরে মেরামতের কাজ করা হয়। মিলের টারবাইনে এ বছর ৩০ লাখ টাকা বাজেট ধরে মেরামত করা হয়। তারপরও ত্রুটিটা এবার একটু বেশি হচ্ছে। যে কারণে মাড়াই কম হয়েছে। ফলে চিনি উৎপাদনও কম হয়েছে।’ 

কল মেরামতের জন্য উন্মুক্ত দরপত্র না হওয়ার অভিযোগ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘রক্ষণাবেক্ষণের জন্য ওপেন টেন্ডার হয় না, এটা ঠিক। তবে অফিশিয়াল (দাপ্তরিক) যে নিয়ম আছে, তা মেনেই সব কাজ সম্পন্ন করা হয়। আমরা তবু মিলের মাড়াই স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি।’ 

চিনিকলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০২২-২৩ মাড়াই মৌসুম মিলটি আখের অভাবে মাত্র ২৮ দিনেই মাড়াই এবং চিনি উৎপাদন শেষ করে। ওই মৌসুমে কৃষকেরা মাঠে আখ রোপণ না করায় মিলের রেকর্ডে সব থেকে কম সময় উৎপাদনে ছিল মিলটি। এ সময়ে মিলটি ৩৫ হাজার ৩৬০ টন আখমাড়াই করে ১ হাজার ৭৪৫ টন চিনি উৎপাদন করেছিল। ওই বছর আখের মণ ছিল ১৮০ টাকা। যদিও মিলের রেকর্ড বলছে এর আগে প্রতি মৌসুমে মিল এলাকার কৃষকেরা ৮ থেকে ১০ হাজার হেক্টর জমিতে আখ চাষ করতেন। 
নানা প্রতিকূল পরিবেশ এবং অল্প সময়ে ফুল, ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছে আখ চাষ। তবে চলতি মৌসুমে আখের দাম বৃদ্ধি করায় কৃষকেরা আবার চাষে ফিরেছেন। 
কালীগঞ্জ উপজেলা শহরে ১৯৬৫ সালে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২০৭ দশমিক ৯৩ একর নিজস্ব জমির ওপর নেদারল্যান্ডস সরকার মোবারকগঞ্জ চিনিকলটি স্থাপন করে। এর মধ্যে ২৩ দশমিক ৯৮ একর পুকুর এবং ১০৭ একর জমিতে পরীক্ষামূলক ইক্ষু খামার রয়েছে। এ ছাড়া ১৮ দশমিক ১২ একর জমিতে রয়েছে সাবজোন অফিস ও আখ ক্রয় কেন্দ্র। প্রতিষ্ঠাকালীন মৌসুমে পরীক্ষামূলক ৬০ কর্মদিবস আখ মাড়াই চলে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত