কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বানেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানেছা ওই গ্রামের মৃত নূর মিয়ার স্ত্রী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর শিমুলিয়া গ্রামের শুকুর মামুদের ছেলে সাদেক (১৮) বাড়ির পাশে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছিলেন। এ সময় প্রতিবেশী রতনের ছেলে শামীম (৮) টর্চলাইট চালু করলে আলো সাদেকের ওপর পড়ে। ক্ষিপ্ত হয়ে সাদেক লাঠি দিয়ে আঘাত করলে শামীম পানিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমের স্বজনরা সাদেকের বাড়িতে অভিযোগ দিতে যান। সেখানে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বৃদ্ধা বানেছা বেগম সংঘর্ষ থামাতে যান। তার মাথায় লাঠির আঘাত পড়ে। সংঘর্ষের ঘটনায় বৃদ্ধাসহ পাঁচজন আহত হন। তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বানেছার মৃত্যু হয়। আহত অন্যরা হলেন একই গ্রামের রতন, আবু হানিফ, বকুল ও নাজমা।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি ন্যক্কারজনক। সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী বৃদ্ধা নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করবে।
কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বানেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানেছা ওই গ্রামের মৃত নূর মিয়ার স্ত্রী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর শিমুলিয়া গ্রামের শুকুর মামুদের ছেলে সাদেক (১৮) বাড়ির পাশে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছিলেন। এ সময় প্রতিবেশী রতনের ছেলে শামীম (৮) টর্চলাইট চালু করলে আলো সাদেকের ওপর পড়ে। ক্ষিপ্ত হয়ে সাদেক লাঠি দিয়ে আঘাত করলে শামীম পানিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমের স্বজনরা সাদেকের বাড়িতে অভিযোগ দিতে যান। সেখানে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বৃদ্ধা বানেছা বেগম সংঘর্ষ থামাতে যান। তার মাথায় লাঠির আঘাত পড়ে। সংঘর্ষের ঘটনায় বৃদ্ধাসহ পাঁচজন আহত হন। তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বানেছার মৃত্যু হয়। আহত অন্যরা হলেন একই গ্রামের রতন, আবু হানিফ, বকুল ও নাজমা।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি ন্যক্কারজনক। সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী বৃদ্ধা নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে