তরুণীকে অ্যাসিড নিক্ষেপ একজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২২, ০৭: ১১
আপডেট : ০৬ মে ২০২২, ১১: ৪১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে ইয়াছমিন আকতার (২০) নামের এক তরুণীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. আজিমকে (৩০) গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিম রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার ৫ নম্বর ওয়ার্ড খন্তাকাটা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কী। তিনি বলেন, খবর পেয়ে ইয়াসমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাসিডে ইয়াসমিনের মুখ, গলা ও বুক ঝলসে গেছে। পরে অভিযান চালিয়ে আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, ইয়াছমিন আকতারের সঙ্গে আজিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ইয়াছমিন জানতে পারেন আজিম বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। তারপর থেকে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বুধবার রাতে ইয়াছমিনের বাড়িতে তাঁর সঙ্গে জানালা দিয়ে আলাপ করার একপর্যায়ে ইয়াছমিনের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে আজিম পালিয়ে যান। এ ঘটনায় ইয়াছমিন আকতারের ভাই আবু তাহের বাদী হয়ে মামলা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত