Ajker Patrika

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৫
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ নগরীর জামতলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে জামতলার রূপান্তর টাওয়ারের সামনের রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও অত্যাধুনিক সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার দেওভোগ পাক্কা রোডের সেলিমের ছেলে শুভ হাওলাদার (২০) ও পশ্চিম দেওভোগের মৃত স্বপন মিয়ার ছেলে বাধন (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জামতলার রূপান্তর টাওয়ারের সামনে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শুভ হাওলাদার, বাধন এবং দেওভোগ বোপারীপাড়ার শিকদার বাড়ির আমিনুল ইসলামের ছেলে তানভীরসহ (২৩) কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে শুভ ও বাধনকে আটক করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ফরহাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে আসার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার রাতেও তাঁরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত