ধনবাড়ী প্রতিনিধি
ধনবাড়ীতে নতুন ধানের গন্ধে ম-ম করছে মাঠ, বাড়িঘরসহ চারদিক। ভালো ফলন হওয়ায় কৃষকের মধ্যে উন্নত জাতের ধান চাষে আগ্রহ বেড়েছে। আগাম জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। বর্তমানে উপজেলায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই। এরই মধ্যে বোরো আবাদের জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলায় পুরোদমে চলছে ধান কাটা, মাড়াই ও সংগ্রহের কাজ। আমনের মৌসুমে আগাম জাতের উচ্চ ফলনশীল ধান বেশি চাষ করা হয়। এতে বেশি ফলন পাওয়ায় কৃষকেরা বেজায় খুশি। তাই তাঁরা ইতিমধ্যে নতুন করে মাঠ তৈরিতেও ব্যস্ত হয়ে পড়েছেন।
বোরো ধান চাষ করে আরও বেশি লাভবান হওয়ার জন্য উচ্চফলনশীল জাতের ধানের বীজ সংগ্রহ করছেন। বীজতলা তৈরির জন্য জমি প্রস্তুত করাও শুরু হয়েছে। উপজেলার বীজের দোকানগুলোতে বেড়েছে কৃষকদের উন্নত ফলনশীল জাতের বোরো ধানের বীজ কেনার হিড়িক।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার উচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষ করে কৃষকেরা লাভবান হয়েছেন। ৯ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষ হয়। উপজেলার কৃষকেরা বেশি ফলনের আশায় উচ্চ ফলনশীল জাতের ধান বীজ বপন করছেন। বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ হাজার হেক্টর।
চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বীজতলার তেমন কোনো ক্ষতি হবে না। জানুয়ারির মধ্যে জমিতে বোরো ধানের চারা রোপণ শেষ হবে।
বলিভদ্র ইউনিয়নে কৃষক সুরুজ মিয়া ও ধোপাখালী ইউনিয়নের কৃষক নাসির হোসেন বলেন, ‘বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছি। বেশি ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করব। এতে করে কম সময়ে বেশি ফলন পাওয়া যায়। দুই ফসলের জমিতে তিন ফসল আবাদ করা যায়।’
পাইস্কা ইউনিয়নের কৃষক নূর নবী বলেন, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন। এ জন্য ধান চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। এ ছাড়া উপজেলা কৃষি অফিস থেকে ধান চাষের জন্য কর্মরত ব্যক্তিরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সরকারিভাবে কৃষকদের প্রণোদনাও দেওয়া হচ্ছে।
কৃষি উপসহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে লাভবান হওয়ায় ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আমরা মাঠে গিয়ে বীজতলা তৈরিসহ ধান চাষের জন্য নানা পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই কম হলে ভালো ফলন পাবেন বলে আশা করি।’
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে বোরো ধান চাষের জন্য কৃষকেরা বীজতলা তৈরি করছেন। কৃষকদের আমরা নানাভাবে পরামর্শ দিচ্ছি। যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বোরো আবাদে বাম্পার ফলন হবে আশা করছি।’
ধনবাড়ীতে নতুন ধানের গন্ধে ম-ম করছে মাঠ, বাড়িঘরসহ চারদিক। ভালো ফলন হওয়ায় কৃষকের মধ্যে উন্নত জাতের ধান চাষে আগ্রহ বেড়েছে। আগাম জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। বর্তমানে উপজেলায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই। এরই মধ্যে বোরো আবাদের জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলায় পুরোদমে চলছে ধান কাটা, মাড়াই ও সংগ্রহের কাজ। আমনের মৌসুমে আগাম জাতের উচ্চ ফলনশীল ধান বেশি চাষ করা হয়। এতে বেশি ফলন পাওয়ায় কৃষকেরা বেজায় খুশি। তাই তাঁরা ইতিমধ্যে নতুন করে মাঠ তৈরিতেও ব্যস্ত হয়ে পড়েছেন।
বোরো ধান চাষ করে আরও বেশি লাভবান হওয়ার জন্য উচ্চফলনশীল জাতের ধানের বীজ সংগ্রহ করছেন। বীজতলা তৈরির জন্য জমি প্রস্তুত করাও শুরু হয়েছে। উপজেলার বীজের দোকানগুলোতে বেড়েছে কৃষকদের উন্নত ফলনশীল জাতের বোরো ধানের বীজ কেনার হিড়িক।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার উচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষ করে কৃষকেরা লাভবান হয়েছেন। ৯ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষ হয়। উপজেলার কৃষকেরা বেশি ফলনের আশায় উচ্চ ফলনশীল জাতের ধান বীজ বপন করছেন। বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ হাজার হেক্টর।
চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বীজতলার তেমন কোনো ক্ষতি হবে না। জানুয়ারির মধ্যে জমিতে বোরো ধানের চারা রোপণ শেষ হবে।
বলিভদ্র ইউনিয়নে কৃষক সুরুজ মিয়া ও ধোপাখালী ইউনিয়নের কৃষক নাসির হোসেন বলেন, ‘বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছি। বেশি ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করব। এতে করে কম সময়ে বেশি ফলন পাওয়া যায়। দুই ফসলের জমিতে তিন ফসল আবাদ করা যায়।’
পাইস্কা ইউনিয়নের কৃষক নূর নবী বলেন, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন। এ জন্য ধান চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। এ ছাড়া উপজেলা কৃষি অফিস থেকে ধান চাষের জন্য কর্মরত ব্যক্তিরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সরকারিভাবে কৃষকদের প্রণোদনাও দেওয়া হচ্ছে।
কৃষি উপসহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে লাভবান হওয়ায় ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আমরা মাঠে গিয়ে বীজতলা তৈরিসহ ধান চাষের জন্য নানা পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই কম হলে ভালো ফলন পাবেন বলে আশা করি।’
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে বোরো ধান চাষের জন্য কৃষকেরা বীজতলা তৈরি করছেন। কৃষকদের আমরা নানাভাবে পরামর্শ দিচ্ছি। যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বোরো আবাদে বাম্পার ফলন হবে আশা করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে